আপনি কি লক্ষী ভান্ডারে টাকা পাচ্ছেন না! এখন থেকে লক্ষ্মী ভান্ডারে টাকা পেতে গেলে মানতে হবে সরকারের নতুন নিয়ম
Connect with us

বাংলার খবর

আপনি কি লক্ষী ভান্ডারে টাকা পাচ্ছেন না! এখন থেকে লক্ষ্মী ভান্ডারে টাকা পেতে গেলে মানতে হবে সরকারের নতুন নিয়ম

Dwip Narayan Chakraborty

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেসঃ পশ্চিমবঙ্গে মানুষের সুবিধার্থে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লক্ষী ভান্ডার। রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচির আওতায় সবচেয়ে বেশি যে আবেদন করেছে সেটি হল লক্ষী ভান্ডার।

এবার পঞ্চায়েত ভোটের আগে লক্ষী ভান্ডার  নিয়ে কিছু নতুন নিয়ম নিয়ে এসেছে রাজ্য সরকার। সামনেই পঞ্চায়েত ভোট আর সেই কারণেই নিজেদের দলে মানুষ টেনে আনতে সরকারের তরফ থেকে লক্ষ্মী ভান্ডারের সুবিধা আরো সহজ করে দেওয়া হয়েছে। আগে যখন লক্ষী ভান্ডার করা হতো তখন স্বাস্থ্য সাথী কার্ড থাকা প্রয়োজন ছিল। কিন্তু এখন আর তা লাগবে না। সবাই মনে করছে যে পঞ্চায়েত ভোটে দলের লোক টানতে এমন পদক্ষেপ নিচ্ছে সরকার। পঞ্চায়েত নির্বাচনে গ্রামের মহিলাদের মন জয় করতে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হল যে এবার স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও লক্ষী ভান্ডার আপনারা করতে পারবেন। পাবেন লক্ষ্মী ভান্ডারের টাকাও।

আরও পড়ুন-আপনার ফোনে কি স্প্যাম কল আসছে ? তাহলে আপনার সিম দু’বছরের জন্য ব্লক হতে চলেছে- বিপদ থেকে দূরে থাকতে TRAI এর নতুন নিয়ম মানুন

Advertisement

দুয়ারে সরকার শুরু হতে না হতেই বিভিন্ন জেলায় স্বাস্থ্য সাথী খাদ্য সাথী বিধবা ভাতা ও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সহ বিভিন্ন ধরনের আবেদনপত্র জমা পড়েছে। সবাই যেন এই সুবিধা পায় সেই জন্য এই সিদ্ধান্ত না হয়েছে। আসলে সবারই আর স্বাস্থ্য সাথী কার্ড নেই তাই লক্ষ্মী ভান্ডার ও আর পাচ্ছেন না তারা। কিন্তু এইবার সেই সমস্যার সমাধান হয়েছে ভোটের আগে তাই নিয়মে পরিবর্তন করেছেন সরকার। নবান্নের তরফে জানা গিয়েছে যে, লক্ষী ভান্ডার প্রকল্পের প্রথম দিনে মোট ১ লক্ষ ৪৫ হাজার আবেদন পত্র জমা পড়েছে সারা রাজ্যজুড়ে।

স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য সাইড হাজারেরও বেশি আবেদনপত্র জমা হয়েছে খাদ্য সাথী প্রকল্পের জন্য ৩৫ হাজারেরও বেশি আবেদন পত্র জমা পড়েছে এবং বিধবতার জন্য ২২ হাজারের বেশি আবেদনপত্র জমা পড়েছে জানিয়ে রাখি যে এবার থেকে কোন অভিযোগ থাকলে দুয়ারে সরকারের চিবিয়ে থাকা অভিযোগ বক্সে জানাতে পারবেন আপনারা যেখানে আপনার অভিযোগের গুরুত্ব সহকারে দেখবে বলে সরকার জানিয়েছেন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.