টানা দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মসনদে যোগী, লখনউতে জমকালো অনুষ্ঠানে উপস্থিত মোদি-শাহরা
Connect with us

দেশের খবর

টানা দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মসনদে যোগী, লখনউতে জমকালো অনুষ্ঠানে উপস্থিত মোদি-শাহরা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে চার রাজ্যে ব্যাপক মার্জিনে জয়লাভ করেছে গেরুয়া শিবির। বিপুল ভোটে জয়ী হয়ে শুক্রবার ফের দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন Yogi Adityanath। এদিন তিনি দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

এদিন উত্তরপ্রদেশের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে তাঁকে শপথ বাক্য পাঠ করান উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপাল Anandiben Patel। জানা গিয়েছে যোগী আদিত্যনাথ হলেন উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী। যিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ন করে ফের ক্ষমতায় ফিরে এসেছেন। এদিকে যোগী আদিত্যনাথ ছাড়াও এদিন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন Keshav Prasad Maurya ও Brajesh Pathak।

কেশব মৌর্য বিধানসভা নির্বাচনে হেরে গেলেও তাঁকে ডেপুটি সিএম হিসেবে বহাল রাখা হয়েছে। অন্যদিকে ব্রজেশ পাঠক দীনেশ শর্মার স্থলাভিষিক্ত হয়েছেন।

আরও পড়ুন: ‘দেশপ্রেমিক’ পরিচালককে ইউটিউবে ‘কাশ্মীরি ফাইলস’ আপলোড করতে বলে কটাক্ষ কেজরিওয়ালের

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রী লখনউতে এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং দলের নেতারাও এই শপথ অনুষ্ঠানে যোগ দেন।