বাংলার খবর
বকেয়া ফি মিটানো ছাত্র-ছাত্রীদের জন্য হলুদ পরিচয়পত্র! স্কুল খুলেও বিতর্কে জিডি বিড়লা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার পর সোমবার থেকে খুলল জিডি বিড়লা স্কুল। অশোক হল এবং মহাদেবী বিড়লা শিশুবিহার স্কুলও খুলে দেওয়া হল সোমবার। তবে বিতর্ক ও জটিলতা কাটল না। স্কুল খুলতেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ উঠল। যে সমস্ত অভিভাবকরা তাঁদের সন্তানদের বকেয়া বেতন পুরো মিটিয়ে দিয়েছেন শুধুমাত্র তাদেরই স্কুলে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
তার জন্য বকেয়া বেতন মিটিয়ে দেওয়া পড়ুয়াদের একটি হলুদ রঙের পরিচয়পত্র দেওয়া হয়েছে স্কুলের পক্ষ থেকে। সেই হলুদ রঙের পরিচয়পত্র গলায় ঝুলিয়েই সোমবার পড়ুয়াদের স্কুলে ঢুকতে দেখা গিয়েছে। যে সমস্ত পড়ুয়ারা এখনও বকেয়া বেতন মেটায়নি তাদেরকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, বকেয়া বেতন মিটিয়ে দেওয়া ছাত্র-ছাত্রীদের জন্য রাতারাতি এই হলুদ রঙের পরিচয়পত্র তৈরি করেছে স্কুল কর্তৃপক্ষ। একদিন আগেই সেই সমস্ত অভিভাবককে জরুরি ভিত্তিতে স্কুলে ডেকে শংসাপত্র ও এই হলুদ রঙের পরিচয়পত্র দিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। দু’দফায় সেই পরিচয়পত্র যাচাই করে পড়ুয়াদের সোমবার স্কুলের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন – রানওয়ে মেরামতের জন্য ১৪ দিন বন্ধ থাকছে বাগডোগরা বিমানবন্দর
এদিকে বকেয়া বেতন না মেটানো পড়ুয়াদের ঢুকতে না দেওয়ায় সোমবার আদালতের দ্বারস্থ হয়েছেন অভিভাবকরা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। মঙ্গলবার সেই মামলার শুনানি হতে পারে। প্রসঙ্গত গত ৬ এপ্রিল কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, বেতন বাকি থাকলেও কোনও পড়ুয়াকে ক্লাস করা থেকে বঞ্চিত করা যাবে না। অভিভাবকদের স্কুলের গেটে বিক্ষোভের জেরে তারপরের দিনই আইনশৃঙ্খলার অবনতির কারণ দেখিয়ে স্কুল কর্তৃপক্ষ নোটিশ ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ করে দেয়। তারপর সোমবার স্কুল খুললেও নতুন করে জটিলতা তৈরি হল।