দেশের খবর
স্বামী বিবেকানন্দের জন্মদিনে নেতাজির ছবিতে মাল্যদান!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবার ছিল ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মদিন। সেই উপলক্ষে সারা দেশে এবং সারা বিশ্বজুড়ে বিভিন্ন ভাবে পালিত হয়েছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। পাশাপাশি, সারা রাজ্যজুড়ে পালিত হয়েছে স্বামীজির জন্মদিন।
করোনা আবহের জন্য অনুষ্ঠানের কাটছাঁট হলেও স্বামীজির জন্মদিন পালন হয়েছে। কিন্তু অন্য চিত্র ধরা পড়ল মালবাজার পৌরসভা এলাকায়। স্বামীজির পরিবর্তে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবিতে মালা দিয়ে তোলা হল পতাকা! ঘটনাটি ঘটেছে মালবাজার পৌরসভা এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। নেতাজির ছবিতে একে একে মালা এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।
এরপর ব্যাপারটি একজনের নজরে আসে। শুরু হয় একে ওপরের ওপর দোষারোপের পালা। এরপর নেতাজির ছবি সরিয়ে স্বামীজির ছবি বসিয়ে তাতে মাল্যদান এবং ফুল দেওয়া হয়। কয়েকজন নেতা-কর্মী উপস্থিত থাকলেও ছিলেন না বিদায়ী কাউন্সিলর উৎপল ভাদুরি। যদিও এই ভুলের জন্য গভীর দুঃখ প্রকাশ করে তিনি জানান, নেতাজির ছবি সরিয়ে স্বামীজির ছবি বসালেও এই ঘটনায় তিনি মর্মাহত।