চিঠি দিন লেটার বক্সে! বদলে গেল পৃথিবীর সর্বাধিক উচ্চতায় অবস্থিত ডাকঘরের চেহারা
Connect with us

দেশের খবর

চিঠি দিন লেটার বক্সে! বদলে গেল পৃথিবীর সর্বাধিক উচ্চতায় অবস্থিত ডাকঘরের চেহারা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বদলে গেল পৃথিবীর সবথেকে বেশি উচ্চতায় অবস্থিত ডাকঘরের চেহারা (Post Office)। হিমাচলের লাহৌল-স্পিতি জেলার স্পিতি উপত্যকায় অবস্থিত হিক্কিম পোস্ট অফিস (Highest Post Office in the World)।

এটি হল বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত পোস্ট অফিস। এতদিন এই পোস্ট অফিসটি মাটির ঘরে চললেও এখন এই পোস্ট অফিসের জন্য একটি বিশেষ অফিস করা হয়েছে। এই অফিসটি লেটার বক্স আকারে করা হয়েছে। লেটার বক্স আকৃতির এই অফিসটি (letter box shaped office) দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। যদিও নতুন এই অফিসে এখনও কাজ শুরু হয়নি।

আরও পড়ুন: কে হবেন রাইসিনা হিলের উত্তরসূরি, রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে এগিয়ে গোপালকৃষ্ণ গান্ধী!

Advertisement

ভূপৃষ্ঠ থেকে ১৪.৫৬৭ ফুট উঁচুতে অবস্থিত হিমাচল প্রদেশের এই পোস্ট অফিস প্রথম চালু হয়েছিল ১৯৮৩ সালে। তারপর দীর্ঘদিন মাটির ঘরেই চলছিল এই ডাকঘরের যাবতীয় কাজকর্ম। এদিন লেটার বক্স আকারের নয়া এই অফিসের শুভ সূচনা করেন হিমাচল সার্কেলের চিফ পোস্ট মাস্টার Vandita Kau এবং অ্যাসিস্টান্ট ডেপুটি কমিশনার অভিষেক ভার্মা।

আরও পড়ুন: তিক্ততা ভুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিরোধী বৈঠকে যোগ দিচ্ছে কংগ্রেস!

নতুন এই অফিসের উদ্বোধন করে কৌল বলেন, ”এখানের মতো দেশে কোনও ডাকঘর নেই। এটি নিজেই আকর্ষণের কেন্দ্রবিন্দু। হিক্কিমি পোস্ট অফিস থেকে সারা বিশ্বের পর্যটকরা তাঁদের কাছের এবং প্রিয়জনকে চিঠি পাঠায়। পর্যটনের দৃষ্টিকোণ থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডাকঘর”।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.