দেশের খবর
World Water Day 2022: ফুরিয়ে আসছে বিশুদ্ধ পানীয় জলের ভাণ্ডার, বিশেষ এই দিনটির গুরুত্ব জানুন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘জল’ জীবনের জন্য, বেঁচে থাকার জন্য প্রতিটা মানুষ এবং প্রাণীর কাছে খুবই গুরুত্বপূর্ন একটি উপাদান। খাবার ছাড়া একসপ্তাহ বেঁচে থাকা গেলেও জল ছাড়া একমুহুর্তও বেঁচে থাকা যায় না। মানব জীবনে জলের গুরুত্ব বোঝাতে প্রতিবছর ২২ মার্চ বিশ্ব জলদিবস পালন করা হয়ে থাকে। প্রতিবছর এই দিনটি ঘটা করে পালন করা হলেও এখনও পৃথিবীতে এমন বহু মানুষ আছেন যারা বিশুদ্ধ জল পান না। ঘরে জলের চাহিদা মেটাতে হাটতে হয় মাইলের পর মাইল পথ।
শুধু তাই নয়, বিশ্বের সব প্রান্তের মানুষের কাছে আগামী ২০৩০ সালের মধ্যে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা বেছে নিয়েছে জাতিসংঘ। ২০২২ সালে বিশ্ব জলদিবসে এবছরের থিম করা হয়েছে ‘Groundwater, making the invisible visible’। শুধু তাই নয়, আজকের দিনে জনসাধারণের মধ্যে জল সম্পর্কে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে জল সংরক্ষণের বার্তা দেওয়া হয়ে থাকে।
আরও পড়ুন: দুয়ারে কোভিড ভ্যাকসিন, টিকাকরণে গতি আনতে ভ্রাম্যমাণ গাড়ি চালু হচ্ছে এই জেলায়
মঙ্গলবার বিশ্ব জলদিবস উপলক্ষ্যে এক টুইট বার্তায় সাধারণ মানুষকে জল সংরক্ষণের কথা জানিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, ”বিশ্ব জল দিবসে আমাদের সকলের অঙ্গীকার হোক জল সংরক্ষণ করা। আমরা যেন কেউ একফোঁটাও জল অপচয় না করি।” বিশ্ব জল দিবস পালনের কথা প্রথম উঠে আসে ১৯৯২ সালে রাষ্ট্রসংঘের তরফে আয়োজিত রিও-ডি জেনিরো শহরে অনুষ্ঠিত জলবায়ু এবং পরিবেশ সংক্রান্ত সম্মেলনে। এরপর ১৯৯৩ সাল থেকেই ২২ মার্চ এই দিনটিতে বিশ্ব জলদিবস হিসেবে পালন করা হয়ে আসছে।
<blockquote class=”koo-media” data-koo-permalink=”https://embed.kooapp.com/embedKoo?kooId=d9c57258-eaae-4c34-a244-d6ac54763304″ style=”background:transparent;border: medium none;padding: 0;margin: 25px auto; max-width: 550px;”> <div style=”padding: 5px;”><div style=”background: #ffffff; box-shadow: 0 0 0 1.5pt #e8e8e3; border-radius: 12px; font-family: ‘Roboto’, arial, sans-serif; color: #424242 !important; overflow: hidden; position: relative; ” > <a class=”embedKoo-koocardheader” href=”https://www.kooapp.com/dnld” data-link=”https://embed.kooapp.com/embedKoo?kooId=d9c57258-eaae-4c34-a244-d6ac54763304″ target=”_blank” style=” background-color: #f2f2ef !important; padding: 6px; display: inline-block; border-bottom: 1.5pt solid #e8e8e3; justify-content: center; text-decoration:none;color:inherit !important;width: 100%;text-align: center;” >Koo App</a> <div style=”padding: 10px”> <a target=”_blank” style=”text-decoration:none;color: inherit !important;” href=”https://www.kooapp.com/koo/DrPramodPSawant/d9c57258-eaae-4c34-a244-d6ac54763304″ >On #WorldWaterDay, let us collectively stop the over use, exploitation and wastage of every single drop of water.</a> <div style=”margin:15px 0″> <a style=”text-decoration: none;color: inherit !important;” target=”_blank” href=”https://www.kooapp.com/koo/DrPramodPSawant/d9c57258-eaae-4c34-a244-d6ac54763304″ > View attached media content </a> </div> – <a style=”color: inherit !important;” target=”_blank” href=”https://www.kooapp.com/profile/DrPramodPSawant” >Dr Pramod Sawant (@DrPramodPSawant)</a> 22 Mar 2022 </div> </div> </div> </blockquote><img style=”display: none; height: 0; width: 0″ src=”https://embed.kooapp.com/dolon.png?id=d9c57258-eaae-4c34-a244-d6ac54763304″> <script src=”https://embed.kooapp.com/embedLoader.js”></script>
বিশ্ব জলদিবসে আরও বেশি করে জল সংরক্ষণের শপথ নিই। আমরা যদি এখন থেকেই জল সংরক্ষণের ব্যাপারে উদ্যোগী না হয় তাহলে ভবিষ্যতে জলের কারণে অস্তিত্ব সঙ্কটে ভুগতে হতে পারে গোটা মানবজাতিকে। তাই নয় এখন থেকে জল সংরক্ষণ না করলে আগামী ২০৫০ সালের মধ্যে পৃথিবীর অর্ধেকাংশে জলসংকট দেখা দেবে।