World No Tobacco Day 2022: স্বাস্থ্য নয়, পরিবেশেরও ক্ষতি ধূমপান
Connect with us

লাইফ স্টাইল

World No Tobacco Day 2022: স্বাস্থ্য নয়, পরিবেশেরও ক্ষতি ধূমপান

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শ্বাসযন্ত্রকে প্রভাবিত করার পাশাপাশি তামাক আপনার যৌন স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে। সরকার তামাকের নেশা রোধে বিভিন্ন প্রচারাভিযান চালিয়েছে এবং তা এখনও জারি রয়েছে। প্রতি বছর ৩১ মে ‘বিশ্ব ধূমপান বিরোধী দিবস’ বা World No Tobacco Day হিসাবে পালন করা হয়। প্রতি বছর ৮০ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয় তামাকজাত দ্রব্য সেবন থেকে হওয়া নানা অসুখের কারণে। ফুসফুসের নানা অসুখ, শ্বাসের সমস্যা, ক্যানসার, স্নায়ুর সমস্যা, ডিমেনশিয়া, হার্ট অ্যাটাকের মতো অসুখ তো আছেই, তার সঙ্গে হতে পারে আরও নানা অসুখ।

আরও পড়ুন: গ্রেফতারের খেসারত! বদলি করা হল সমীর ওয়াংখেড়েকে

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যানসারের কারণ।’ টেলিভিশন, প্রেক্ষাগৃহে এই ধরনের সতর্কবার্তা তো হামেশাই দেখা যায়। কিন্তু তাতে কি সত্যি সতর্ক হচ্ছে মানুষ! বরং অবাধ ধূমপানই রাস্তাঘাটের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। গ্রামবাংলা হোক বা শহর, দেশের প্রত্যেক প্রান্তেই ছবিটা এক। যার ফলে পরিবেশের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েই চলেছে। WHO জানিয়েছে, তামাক শিল্প পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এর ফলে পরিবেশের ওপর অপ্রয়োজনীয় চাপ পড়ছে। প্রাকৃতিক সম্পদ কমছে, বাস্তুতন্ত্রের ভারসাম্যও নষ্ট হচ্ছে।

Advertisement

সিগারেটের মধ্যে থাকে ক্ষতিকারক কিছু পদার্থ। এর মধ্যে রয়েছে নিকোটিন, বেনজোপাইরিন, অ্যাক্রোলিন, নাইট্রোসামাইনিস নামক খারাপ কিছু পদার্থ থাকে। এই পদার্থগুলি ডিএনএ-কে বেধে ফেলতে পারে। এমনকী কোষের অস্বাভাবিক বিকাশের জন্য দায়ী থাকে। গবেষণায় দেখা গিয়েছে যে একটি সিগারেট না খেলে ৩০ সেকেন্ড আয়ু বাড়তে পারে। বিড়ি থেকে শুরু করে, হুক্কা, গুটখা, সুপারি, জরদার মতো তামাক প্রতিটি ক্ষতিকর। অতএব প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে সতর্ক হয়ে যেতে হবে। তবেই সমস্যা থেকে বেরিয়ে আসা হয়ে যাবে সম্ভব।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.