বাংলার খবর
জলাতঙ্ক মুক্ত পৃথিবী, বিশ্ব জুনেসিস দিবস পালন হুগলিতে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ৬ জুলাই বিশ্ব জুনেসিস দিবস উপলক্ষে চুঁচুড়ায় অবস্থিত রাজ্য প্রাণী স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে দেশি কুকুর ও বিড়ালের জলাতঙ্ক রোগের টিকা করণ করা হল।
জানা গিয়েছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বকে জলাতংক মুক্ত করার লক্ষ্যে প্রতিবছরই এই কর্মসূচী নেওয়া হয়। সারা বিশ্বে মূলত, বাড়ির পোষা কুকুর বিড়ালের ক্ষেত্রে মালিকরা ভ্যাকসিন করান নির্দিষ্ট সময়ে। কিন্তু পথের কুকুর বিড়ালের ক্ষেত্রে সেটা হয় না। তাই এই বিশেষ দিনটিতে দেশী কুকুর বিড়ালকে প্রতিষেধক দেওয়া হয় বিনামূল্যে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে সামিল হতে ইচ্ছুক, BJP ছেঁড়ে তৃণমূলে শতাধিক নেতাকর্মী
এদিন একশোর বেশি দেশী কুকুর-বিড়ালকে প্রতিষেধক দেওয়ার কথা জানান রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র চূচুরা র প্রধান প্রাণী চিকিৎসক জয়জীত মিত্র জানান বিশ্ব জুনেসিস দিবস উপলক্ষে পথ কুকুর এবং বেড়ালের ভ্যাকসিন এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হল।
আরও পড়ুন: স্কুলে পরীক্ষা চলাকালীন বাজল তারস্বরে মাইক, কাঠগড়ায় BJP
প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে বুধবার চুঁচুড়া পশু হাসপাতালে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিন ৭৬ টি পথ কুকুর এবং ৪৪টি বেড়ালের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়। উপস্থিত ছিলেন চিকিৎসক ডাক্তার জয়জিৎ মিত্র, ডেপুটি ডাইরেক্টর রুপম বড়ুয়া, হুগলি চুঁচুড়া পুরসভার সদস্যা মিতা চট্টোপাধ্যায় প্রমুখ।