বাংলার খবর
বিশ্ব পরিবেশ দিবসে মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছেন ‘গাছ দাদু’

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ পরিবেশ দিবস” বাঁকুড়া জেলাতে ৫ হাজারেরও বেশি গাছ লাগিয়ে সাফল্য অর্জন করেছেন গাছ দাদু। বাঁকুড়া জেলার সারেঙ্গা গ্রাম। এই দক্ষিণ সারেঙ্গা গ্রামের বাসিন্দা শ্যামাপদ বন্দোপাধ্যায়। যাকে ওই গ্রামাঞ্চলের আশেপাশের মানুষজন সবাই ‘গাছ দাদু’ নামেই চেনেন।
আট বছর বয়স থেকেই শুরু হয় দাদুর গাছের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। গাছের প্রতি ভালোবাসা বাড়তে থাকে গাছ দাদুর। পরিবেশ রক্ষার্থে শুরু হয় রাস্তার ধার, সেচ খাল, পুকুর পাড় সহ সমস্ত পরে থাকা ফাঁকা জায়গাতে গাছ লাগানো।
শুধু গ্রামই নয় গ্রামের রাস্তার ধারে নিজের হাতে গড়ে তুলেছেন বিশাল আকারের তালগাছ। গ্রাম সহ বিস্তীর্ণ এলাকা যে কখন সবুজ হয়ে উঠেছিল তা নিজেও বুঝতে পারেননি শ্যামাপ্রসাদ বাবু।
আরও পড়ুন: চা-বাগানে চিতার হামলা, বরাতজোরে প্রাণে বাঁচলেন মহিলা
আর এই গাছ লাগানোর জন্য প্রজাতন্ত্র দিবসের দিন বাঁকুড়া জেলাশাসক দ্বারা পুরস্কৃত হন তিনি। বয়সটা ৮ পেরিয়ে এখন ৭৫, কিন্তু এখনও গাছের প্রতি ভালোবাসা শেষ হয়নি তাঁর। সকাল হলেই বাড়ি থেকে খালি পায়ে কাঁধে কোদাল নিয়ে সাথে একটি গাছের চারা নিয়ে গ্রামের মেঠো রাস্তা ধরে হেঁটে চলেছেন এক বৃদ্ধ।
মাথায় বাঁধা পাগড়ি আর পরণে সাদা পোশাক গলায় তুলসীর মালা আর হাতে করে একটি কোদাল। তারপর বিস্তীর্ণ এলাকা ঘুরে প্রতিদিন সংগৃহীত একটি করে গাছ লাগিয়ে চলেছেন তিনি। তবে তালগাছ যে তার বড্ড প্রিয়।
তাই বিভিন্ন গাছ লাগাবার পাশাপাশি তিনি বেশিরভাগ লাগিয়েছেন তালগাছ।
বয়সের ভাঁজ পড়লেও গাছ লাগানোর ক্ষেত্রে কোন আপোষ করেন না তিনি। এটা যে তার রোজকার অভ্যাস। এই অভ্যাস তিনি পাল্টাবেন কি করে। দীর্ঘ সময় ধরে ৫ হাজারেরও বেশি গাছ লাগিয়েছেন তিনি।গোটা গ্রাম তার হাতের ছোঁয়ায় হয়ে উঠেছে সবুজ। তবে এখন রাস্তার ধারে সেই ভাবে সারিবদ্ধ তালগাছ আর নেই।
আরও পড়ুন: দলে থেকে কাজ করতে অসুবিধা, BJP-র পঞ্চায়েত প্রধান সহ ৬ সদস্য যোগ দিলেন তৃণমূলে
রাস্তা চওড়া হওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে কেটে দেওয়া হয়েছে বহু তালগাছ। তার কাছে একটি গাছ মানে তার একটি ছেলের সমান। সেই গাছগুলি কেটে ফেলায় গাছ দাদুর মনে বিষন্নতার ছায়া।
আরও পড়ুন: তারকেশ্বর লাইনে বন্ধ ট্রেন পরিষেবা, শ্বশুরবাড়ি যেতে গিয়ে নাকাল জামাইরা
এই গাছ দাদু তার গাছ লাগানোর অভ্যাসকে ছড়িয়ে দিতে চাইছেন নতুন প্রজন্মের মধ্যেও। গাছ দাদুর গাছ লাগাবার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ২০১৭ সালে গাছ দাদুর পাশে এসে দাঁড়িয়েছে বাঁকুড়া সারেঙ্গা গ্রীন ফোর্স। এখন শুধু গাছ দাদু নয় দাদুর সাথে এই সারেঙ্গা গ্রীন ফোর্সও সমানতালে পরিবেশ রক্ষার্থে এগিয়ে এসে লাগিয়ে চলেছে বিভিন্ন ধরণের গাছ,
# আমাদের বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে কুর্নিশ জানাই এই গাছ দাদুকে।