দেশের খবর
রুশ-ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ ভারত, জাতীয় স্বার্থই প্রাধান্য পাবে দাবি মোদির

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মহামারীর রেশ কাটতে না কাটতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন অশান্তি। টানা দেড় মাস ধরে অশান্ত রাশিয়া-ইউক্রেন। দুই দেশের দ্বন্ধে নিরপেক্ষ থাকা নিয়ে দলের প্রতিষ্ঠা দিবসে প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী Narendra Modi। এদিন তিনি জানান, কোনও আন্তর্জাতিক শক্তির কাছে মাথা নত করবে না ভারত। দেশের এবং অখণ্ড জাতীয়তাবাদের স্বার্থই সবার আগে প্রাধান্য পাই ভারতে।
চার রাজ্যে বিধানসভা নির্বাচনে ব্যাপক জয়লাভের পর বুধবার দলের প্রতিষ্ঠা দিবসের দিন একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত কেন নিরপেক্ষ অবস্থান নিয়েছে তা ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। এছাড়াও গণতন্ত্রে পরিবারতন্ত্রকে তীব্র আক্রমণ করেন তিনি। এদিন তিনি বলেন, ” বর্তমানে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে Russia-Ukraine দ্বন্ধে গোটা বিশ্ব দুই ভাগে বিভক্ত। কিন্তু এই অবস্থায় কোনও শক্তির কাছে মাথা নত করেনি আমাদের দেশ। নিরপেক্ষ রয়েছে ভারত। কারণ, অন্যকিছুই নয়, দেশের কাছে আগে সবসময় প্রাধান্য পাই জাতীয় স্বার্থ।”
এছাড়াও তিনি বলেন, ”এই বছর তিনটি কারনে গুরুত্বপূর্ন। একদিকে আমাদের ৭৫ বছরের প্রতিষ্ঠাতা দিবস। দ্বিতীয়ত প্রতিদিনই প্রতিনিয়ত বিশ্বের পরিস্থিতি বদলে যাচ্ছে। বিশ্বের দরবারে আরও প্রবল হচ্ছে ভারতের সম্ভাবনা।” এদিন তিনি আরও একবার স্থানীয় জিনিসকে বিশ্বের দরবারে তুলে ধরার ব্যাপারে বক্তব্য রাখেন। তিনি বলেন, ”one India, best India”। তিনি বলেন যে, ভারত সম্প্রতি ৪০০ বিলিয়ন মার্কিন ডলারের রফতানির লক্ষ্য পূরণ করেছে। মহামারীর মধ্যে এই অর্থ উপার্জন ভারতের উচ্চতর ক্ষমতা দেখায়।”
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উপহার, নতুন ১৩টি জেলা পেল এই রাজ্য
এর আগেও তিনি প্রতি ভারতীয়ের ঘরে বিনামূল্যে রেশন দ্রব্য পৌঁছে দেওয়ার কথা জানিয়েছিলেন। যাতে কোনও মানুষ রাতে না খেতে পেয়ে ঘুমাতে হয়। যার জন্য ইতিমধ্যে সরকার ৩.৫ লাখ কোটি টাকা খরচ করেছে। বিনামূল্যে রেশন পৌঁছেছে ৮০ কোটি মানুষের ঘরে। শুধু তাই নয়, এই বিষয়ে প্রধানমন্ত্রীর শ্লোগান ছিল ”sabka saath, sabka vikas, sabka vishwas”। তিনি বলেন, ”একটা সময় ছিল যখন মানুষ এই বিশ্বাসে নিজেদের পদত্যাগ করেছিল যে সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও ভারত উন্নতি করতে পারবে না। কিন্তু আজ, প্রত্যেক ভারতীয় গর্ব করে বলে যে ভারত দ্রুত গতিতে এগিয়ে চলেছে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন: “কয়েক দশক ধরে, কিছু দল ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে। তারা কয়েকজনের জন্য কল্যাণের প্রতিশ্রুতি দেবে এবং সংখ্যাগরিষ্ঠদের প্রয়োজনে রাখবে। বৈষম্য এবং দুর্নীতি ভোট-ব্যাঙ্কের রাজনীতির ফলাফল। কিন্তু BJP সফলভাবে এই ধরনের রাজনীতির মোকাবিলা করেছে। তার পরিষ্কার এবং বিশুদ্ধ উদ্দেশ্য সঙ্গে।” এছাড়াও তিনি আরও জানান, বিজেপি সবসময় গরিব মানুষের জন্য কাজ করে চলেছে। সমাজে পিছিয়ে পড়া শ্রেণির মানুষ, দলিত এবং মহিলাদের উন্নতিতে ক্রমাগত কাজ করে চলেছে তাঁদের দল।
আরও পড়ুন: রয়েছে ৩ সন্তান, ১০০০ সরকারি কর্মচারীকে শোকজ নোটিশ ধরাল এই রাজ্য
এই বিষয়ে BJP-র জাতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, ”বিজেপি কেবল একটি রাজনৈতিক দল নয়, একটি সামাজিক কল্যাণ সংস্থা হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আমাদের বিরোধীরাও একমত যে মহামারী চলাকালীন পরিস্থিতিতে দরিদ্রদের ত্রাণ দেওয়ার জন্য আমরাই একমাত্র দল ছিলাম।”