বাংলার খবর
দূরপাল্লার বাস থেকে উদ্ধার অবৈধ সেগুন কাঠ! মাথায় হাত পুলিশের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিলাসবহুল গাড়ি থেকে মিলল বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ঝুমুর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার রাত ৮.৩০ নাগাদ ধূপগুড়ি থানার পুলিশ ও বনদফতর যৌথ ভাবে অভিযান চালিয়ে ধূপগুড়ি ঝুমুর এলাকায় একটি কলকাতাগামী বাস থেকে বিপুল সংখ্যক সেগুন কাঠ উদ্ধার করে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ফালাকাটা থেকে কাঠগুলি সাদা বস্তার মদ্ধে প্যাকিং জিরে দূরপাল্লার এই বিলাসবহুল বাসে তোলা হয়। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে ঝুমুর ওভারব্রিজের কাছে আটক করে বাসটিকে। এরপর বাসে তাল্লাসি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ। ওই কাঠের কোন বৈধ কাগজ পত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হয়।
আরও পড়ুন: প্রয়াত দেশের প্রথম মোবাইল ব্যবহারকারী মন্ত্রী পণ্ডিত সুখরাম শর্মা
এরপর গাড়ি সহ কাঠ আটক করে বন দপ্তরের কাছে হস্তান্তর করে পুলিশ। এবিষয়ে মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল জানিয়েছেন, ‘পুলিশ ও বনদপ্তেরর কাছে গোপন খবর ছিল ফালাকাটা ও শালবাড়ি থেকে গাড়িতে অবৈধ সেগুন কাঠ নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ বাসটিকে আটক করে আমাদের হস্তান্তর করেছে। মেজারমেন্টর পর উদ্ধার হওয়া কাঠের মূল্য জানা যাবে।’