বাংলার খবর
পরিত্যক্ত স্যুটকেস থেকে মহিলার মৃতদেহ উদ্ধার!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পরিত্যক্ত স্যুটকেস থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোমবার তামিলনাড়ুর তিরুপুর জেলার নাল্লুর এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুর তিরুপুর-ধারাপুরম জাতীয় সড়কের পাশের একটি নর্দমায় একটি স্যুটকেস পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
নীল রঙের স্যুটকেসটির কাছে যেতেই রক্ত চুঁইয়ে পড়তে দেখেন এলাকাবাসী। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। নল্লুর গ্রামীণ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্যুটকেসের ভিতর থেকে মহিলার দেহ উদ্ধার করে। এরপর দেহ ময়নাতদন্তের জন্য তিরুপুর সরকারি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দেহটি একেবারে ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছে। মহিলার দেহ দেখে বোঝা যাচ্ছে এই ঘটনার সময় তিনি রাতের পোশাক পরেছিলেন। তাঁর হাতে একটি ট্যাটু রয়েছে। বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে। দেহের বাইরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। যদিও ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা নীরিক্ষা করছেন। তাঁর গলায় একটি চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরুদ্ধ করে মারা হতে পারে বলেই অনুমান পুলিশের। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।