বাংলার খবর
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত মহিলা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাটিতে ছিঁড়ে পড়ে থাকা ১১০০০ হাজার ভোল্টের বিদ্যুৎ-এর তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর জখম এক মহিলা।
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধগাড়ি গ্রামের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ মঙ্গলবার সন্ধ্যাবেলা সামান্য ঝড়ে ছিঁড়ে পড়ে ১১০০০ ভোল্টের বিদ্যুৎ এর ওই তার। তারপর গ্রামের বাসিন্দারা সেটা দেখতে পেয়ে ফোন করেন বিদ্যুৎ দফতরের কর্মীদের। কিন্তু ফোন করেও হয়নি লাভ। সকাল পর্যন্ত ওভাবেই ইলেকট্রিক থাকা অবস্থায় মাটিতে পড়ে থাকে বিদ্যুতের তার আর তাতেই হয়ে বিপত্তি।
আরও পড়ুন: সুরাপানে আসক্ত মোরগ, পোষ্যের মদের জোগান দিতে গিয়ে নাকাল মালিক
বুধবার সকালে সাঁকরাইলের ধগাড়ী গ্রামের বাসিন্দা সরস্বতী মাহাতো সহ দুই মহিলা কাজে যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা, ইলেকট্রিকের তারে অজান্তেই পা পড়ে যায় সরস্বতী মাহাতোর। ঘটনাস্থলেই শক লেগে পুড়ে যায় সারা শরীর। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে কেন বারবার ফোন করার পরেও এলো না বিদ্যুৎ দফতরের কর্মীরা।
আরও পড়ুন: বিমান থেকে পাইলট নামাতে পুলিশ!
বিদ্যুৎ দফতরের কর্মীদের ফোন করা হলেও কেন তারা এসে দেখলেন না অথবা ইলেকট্রিক থাকা অবস্থায় তার ছিঁড়ে পড়া সত্বেও কেনই বা থাকল বিদ্যুৎ সংযোগ। গোটা ঘটনায় বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে ক্ষোভ জমেছে এলাকার মানুষদের। প্রশ্ন উঠছে এই বিপত্তি ঘটার পরেও কেন এখনও পৌঁছয়নি বিদ্যুৎ দফতরের কর্মীরা। ঘটনার বিরুদ্ধে ক্ষোভ দেখান এলাকাবাসীরা।