মেয়ের সঙ্গে কুকীর্তির অভিযোগ, কাঠগড়ায় বাবা
Connect with us

বাংলার খবর

মেয়ের সঙ্গে কুকীর্তির অভিযোগ, কাঠগড়ায় বাবা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  এক যুবতীকে নির্যাতন করার অভিযোগ উঠল নিজের বাবা সহ ৪ জনের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের বোলপুরের মুলুক এলাকার আদিবাসী পাড়ায়।

অভিযোগকারী যুবতীর বাবার নাম বাবুল সরেন। যুবতী এই মুহূর্তে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, ওই যুবতী পুলিশের কাছে অভিযোগ করেছে তার বাবা সহ চারজন মিলে তার উপর শারীরিক অত্যাচার চালিয়েছে।

ইতিমধ্যেই এই ঘটনায়, একজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক ( SDPO) অভিষেক রায় । ওই যুবতী এই মুহূর্তে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর ঘটনার পর থেকেই, পলাতক অভিযোগকারী ছাত্রীর বাবা ও মা। গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশ।

Advertisement

আরও পড়ুন: পর্যটকদের সুবিধার জন্য বড় সিদ্ধান্ত রেলের

এদিকে, মালদার বৈষ্ণবনগর থানার পারলালপুর ঘাট সংলগ্ন হরিবাসর মন্দিরের পাশের একটি জঙ্গল থেকে ৩ ব্যাগ তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  এদিন পারলালপুর ঘাটে যাওয়ার সময় রাস্তার পাশাপাশি একটি জঙ্গলে তিনটি পরিত্যক্ত ব্যাগ নজরে আসে কয়েকজন পথচারীর। ব্যাগগুলি দেখে সন্দেহ হ‌ওয়ায় তাঁরাই স্থানীয় কুম্ভিরা পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করে। এরপর তাঁরা বিষয়টি পুলিশকে জানালে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ আসে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় গ্রামবাসীরা পরিত্যক্ত অবস্থায় ব্যাগগুলি দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং কুম্ভিরা আউটপোস্টে যোগাযোগ করে বিষয়টি জানালে পুলিশ দ্রুত সেখানে আসে এবং তদন্ত করে জানতে পারে ব্যাগগুলিতে তাজা বোমা রয়েছে । তারপরেই ওই জায়গাটিকে লালফিতে দিয়ে ঘিরে ফেলা হয় এবং সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা কুম্ভিরা আউটপোস্টের পুলিশের তরফে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই ব্যাগগুলিতে মোট ২৭ টি তাজা বোমা ছিল।

Advertisement

আরও পড়ুন: VisvaBharati University: ছাত্রের ‘জাত’ তুলে অপমান, জেল হেপাজত অধ্যাপকের

ঘটনায় ইতিমধ্যে সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড ও দমকল বাহিনীর কাছে খবর গেলে বম্ব ডিসপোজাল স্কোয়াড ও দমকল কর্মীরা ঘটনাস্থলে আসে এবং বোমাগুলি নিস্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে। এদিকে কে বা কারা এত বোমা মজুত করেছিল কুম্ভিরা আউটপোস্টের পুলিশ তার তদন্ত শুরু করেছে বলেও জানা গিয়েছে। 

Advertisement