বাংলার খবর
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রিপল চুরির মামলা প্রত্যাহার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রিপল চুরি নিয়ে মামলা দায়ের করা হয়েছিল। জানা গিয়েছে, এই মামলা দায়ের করেছিলেন কাঁথি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা রত্নদ্বীপ মান্না।
কিন্তু পৌরসভা নির্বাচনের আবহে উল্টো ছবি। তৃণমূল নেতা রত্নদ্বীপ মান্না জানিয়েছেন, তিনি শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে চলেছেন। মামলা প্রত্যাহারের পিছনে তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে বলে জানান তৃণমূল নেতা। কিন্তু রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে অন্য কথা। দাপুটে তৃণমূল নেতা অখিল গিরির ঘনিষ্ঠ নেতা হলেন রত্নদ্বীপ মান্না। দীর্ঘদিন তৃণমূল করার পরেও এবারের পুরভোটে তিনি টিকিট পাননি।
যথারীতি দলের বিরুদ্ধে তিনি আগেই ক্ষোভ উগরে দিয়েছেন। পাশাপাশি তাঁকে যে তৃণমূল আর কোনরকম সাহায্য করবে না সে কথাও তিনি প্রকাশ্যে জানিয়েছেন। তাই এবার তিনি আর কোনোরকম ঝুঁকি না নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত রত্নদ্বীপ মান্নার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।