নতুন কোচের আগমনেই জয়ে ফিরল এটিকে মোহনবাগান, বোমাসের জোড়া গোল
Connect with us

খেলা-ধূলা

নতুন কোচের আগমনেই জয়ে ফিরল এটিকে মোহনবাগান, বোমাসের জোড়া গোল

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুরুটা দারুণ করেও শেষ চার ম্যাচে জয় অধরা। চার ম্যাচ থেকে এসেছিল মাত্র ২ পয়েন্ট। সেই ব্যর্থতার দায় স্বীকার করেই আচমকাই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন লোপেজ অ্যান্টোনিও হাবাস। তার একদিনের মধ্যেই এফসি গোয়া থেকে পদত্যাগ করে হুয়ান ফেরান্দোর কোচ হয়ে আসা।

গত কয়েক দিনে অনেক কিছুই ঘটে গিয়েছে সবুজ মেরুন শিবিরে। সেই সবকিছু ভুলে নতুন কোচের আগমনেই জয়ে ফিরল এটিকে মোহনবাগান। মঙ্গলবার নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। আগের দিনই এই নর্থ ইস্টের কাছে হেরে গিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। তবে মোহনবাগান ৩-২ গোলে হারাল উত্তর পূর্বের দলটিকে। শুধু মূল্যবান তিন পয়েন্ট এল নয়, বাগান শিবিরে গুমট ভাব কেটে ‘উত্তুরে’ হাওয়াও ঢুকল। এই জয়ের ফলে ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আবারও শেষ চারে থাকার লড়াইয়ে ঢুকে পড়ল পাঁচ নম্বরে উঠে আসা এটিকে এমবি। সবুজ মেরুনের হয়ে জোড়া গোল করলেন হুগো বোমাস। অপর গোলটি লিস্টন কোলাসোর। তবে এদিন জিতলেও বাগানের রক্ষণ নিয়ে চিন্তা থেকেই গেল।

রক্ষণকে মেরামত করাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ নতুন কোচ ফেরান্দোর। মঙ্গলবার ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিলেন টোটাল ফুটবলে বিশ্বাসী ফেরান্দো। কিন্তু ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে ছিল কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব। আশুতোষ, তিরি, প্রীতমরা গুছিয়ে ওঠার আগেই প্রাক্তন মোহনবাগান স্ট্রাইকার ভিপি সোহেরের হেড জালে জড়িয়ে যায়। কিছুই করার ছিল না বাগান গোলরক্ষক অমরিন্দরের। গোল খেয়ে যদিও গুটিয়ে যায়নি বাগান। রয় কৃষ্ণ, মনবীর সিং, হুগো বোমাসরা ঘন ঘন আক্রমণ শানান নর্থ ইস্টের বক্সে। অবশেষে প্রথমার্ধের অন্তিম সময়ে রয় কৃষ্ণর সেন্টার থেকে গোল করে সমতা ফেরান লিস্টন। ১-১ গোলেই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরুতেই এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন হুগো বোমাস।

Advertisement

৫২ মিনিটে কাউন্টার অ্যাটাকে শুভাশিসের সাজিয়ে দেওয়া বলে ঠান্ডা মাথায় গোল করে যান বোমাস। তবে গোলটা লিস্টনও করতে পারতেন। কিন্তু নর্থ ইস্টের ডিফেন্ডারের কাছে আটকে যান তিনি। সেই বল পেয়ে গোল করেন বোমাস। এরপরের বাকি সময়ে একচেটিয়া দাপট ছিল এটিকে এমবি-এর। ৭৬ মিনিটে কাউকোর পাস থেকে ৩-১ করেন সেই বোমাস। পাঁচ গোল করে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার দৌড়েও ঢুকে পরলেন বোমাস। তবে ৮৭ মিনিটে নর্থ ইস্টের হয়ে ব্যবধান কমান মাসুর শরিফ। তবে তাতে ম্যাচের ফলাফল বদলায়নি। এটিকে মোহনবাগানের পরের ম্যাচ ২৯ ডিসেম্বর এফসি গোয়ার বিরুদ্ধে। সদ্য ছেড়ে আসা দলের বিরুদ্ধে ফেরান্দোর প্রেস্টিজ ফাইট।

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.