বাংলার খবর
জাঁকিয়ে বসছে শীত! মরসুমের শীতলতম দিনের সাক্ষী রইল মহানগরী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বছর শেষের দিকে যতই এগোচ্ছি আমরা, ততোই গোটা দেশের পাশাপাশি রাজ্যেও জাঁকিয়ে বসছে শীত। পৌষের শুরুতেই কামড় বসাতে শুরু করেছে শীত। আর সপ্তাহের প্রথম দিনেই মরসুমের শীতলতম দিনের সাক্ষী রইল কলকাতা।
সোমবার মহানগরীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা- দু’ই রইল স্বাভাবিকের থেকে নিচে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। দুই তাপমাত্রাই স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। মরসুমে এই প্রথম কলকাতার তাপমাত্রা নামল ১১ ডিগ্রির ঘরে।
কলকাতার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, কৃষ্ণনগর সহ বাকি জেলাগুলোতেও তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৩.৫ ডিগ্রিতে। কালিংপং ও পুরুলিয়ায় ৭.৫, পানাগড়ে ৭.৬, বাঁকুড়ায় ৮.৯, বর্ধমান ও শিলিগুড়িতে ৮.৬, আসানসোল ও মেদিনীপুরে ৯.৫, দিঘায় ৯.৬, কৃষ্ণনগরে ১০, মালদহে ১১.৫, হলদিয়ায় ১২.১ এবং সল্টলেকে ১২.২ ২ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা।