খেলা-ধূলা
আবাহনীর বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে প্রথম হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত উইলিয়ামস

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : প্রাথমিক পর্বের ম্যাচে শ্রীলঙ্কার ব্লুস্টার কে পাঁচ গোলে উড়িয়ে দেওয়ার পর মঙ্গলবার যুবভারতীতে প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের ঢাকা আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে এএফসি কাপের মূল পর্বে জায়গা করে নিল এটিকে মোহনবাগান। হ্যাটট্রিক করে ম্যাচের হিরো বাগানের অস্ট্রেলিয়ান স্ট্রাইকার ডেভিড উইলিয়ামস। প্রথমার্ধের ৬ ও ২৯ মিনিটে গোল করে শুরুতেই সবুজ মেরুন শিবিরকে এগিয়ে দেন উইলিয়ামস। প্রথম গোলটি জনি কাউকোর পাশ থেকে এবং দ্বিতীয় গোলটি হুগো বোমাসের পাশ থেকে করেন।
৩৫ মিনিটের মাথায় আবাহনী গোলরক্ষক শহিদুলকে একা পেয়েও গায়ে না মারলে প্রথমার্ধেই হ্যাটট্রিক পেয়ে যেতে পারতেন উইলিয়ামস। ৬১ মিনিটে আবাহনীর হয়ে ব্যবধান কমান ড্যানিয়েল কলিনড্রেস। ম্যাচের ২২ মিনিটে আবাহনীর অধিনায়ক তথা স্ট্রাইকার জীবন চোট পেয়ে মাঠ ছাড়ায় বাংলাদেশের দলটির আক্রমণ ভোঁতা হয়ে গিয়েছিল। ৮৫ মিনিটে বোমোসের পাশ থেকে গোল করে হ্যাটট্রিক সম্পন্ন করেন উইলিয়ামস। আন্তর্জাতিক পর্যায়ে প্রথমবার হ্যাটট্রিক করে স্বভাবতই উচ্ছ্বসিত ম্যাচের নায়ক ডেভিড উইলিয়ামস। ম্যাচের শেষে বাগানের অজি স্ট্রাইকার বলেছেন, ‘আমার গোলে দল গুরুত্বপূর্ণ ম্যাচে জিতেছে, এটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার। এর আগেও আমি অনেক প্রতিযোগিতায় হ্যাটট্রিক করেছি। তবে আন্তর্জাতিক পর্যায়ে এটাই আমার প্রথম হ্যাটট্রিক। তাই এই ম্যাচটা আমার কাছে অবশ্যই একটু স্পেশাল। ঘরের মাঠে নিজেদের দর্শক ভর্তি গ্যালারির সামনে হ্যাটট্রিক করতে পেরে খুবই ভালো লাগছে। ম্যাচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল।
আরও পড়ুন – আইপিএলে করোনার হানা! দিল্লির ফিজিও আক্রান্ত
এই ম্যাচের জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। কিছু ভুলভ্রান্তি হয়েছে ঠিকই। পরবর্তী ম্যাচগুলোতে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। সামনে এবার আরও কঠিন লড়াই। সেই ম্যাচগুলো নিয়েই এবার আমরা ভাবতে চাই।’ এটিকে মোহনবাগান ৩-১ গোলে জিতলেও দ্বিতীয়ার্ধের শেষের দিকে ছন্দ হারিয়ে ফেলেছিল বাগান ফুটবলাররা। আবাহনী সেই সময় ঘরোয়া দলকে চেপেও ধরেছিল। এছাড়া একাধিক গোল মিস তো ছিলই। তাই দলের খেলায় খুব একটা খুশি নন বাগান কোচ হুয়ান ফেরান্দো। তিনি বলেছেন, ‘আমরা জিতলেও বেশ কিছু ভুলভ্রান্তি ছিল। আমরা আরও বড় ব্যবধানে জিততে পারতাম। কিন্তু একাধিক সুযোগ হাতছাড়া হওয়ায় তা হয়নি। দ্বিতীয়ার্ধে ওরা অনেক বেশি প্রেসিং ফুটবল খেলেছে। তাই আমরা একটু চাপে পড়ে গিয়েছিলাম। তবে দল জিতেছে এটাই সবথেকে বড় কথা। সামনে গ্রুপ পর্বের কঠিন লড়াই রয়েছে। তাই আমাদের আরও ভালো ফুটবল খেলতে হবে।’ এএফসি কাপের মূল পর্বের গ্রুপে এটিকে মোহনবাগানের সঙ্গে রয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, কেরলের গোকুলাম এবং মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। ১৮ মে বসুন্ধরা কিংস, ২১ মে গোকুলাম এবং ২৪ মে মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে কলকাতায় খেলবে এটিকে মোহনবাগান।
আরও পড়ুন – দিল্লির ক্যাপিটালসের আরও চার ক্রিকেটার করোনা আক্রান্ত, হাসপাতালে ভর্তি মার্শ