অস্কারের মঞ্চে সঞ্চালককে চর, বড় শাস্তির মুখে স্মিথ
Connect with us

আন্তর্জাতিক

অস্কারের মঞ্চে সঞ্চালককে চর, বড় শাস্তির মুখে স্মিথ

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সঞ্চালককে থাপ্পড় মারার জের! অস্কারের মঞ্চ থেকে ১০ বছরের জন্য নির্বাসিত হতে হল অস্কার পুরস্কারজয়ী Will Smith-কে। শুক্রবার রাতে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে Academy of Motion Picture Arts and Sciences।

শুক্রবার রাতে Academy of Motion Picture Arts and Sciences-এর তরফে এক টুইট বার্তায় বলা হয়, ”৯৪তম অস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে চড় মারার অপরাধে আগামী ১০ বছরের জন্য নির্বাসিত করা হচ্ছে উইল স্মিথকে।” তবে শাস্তির মুখে পড়লেও তাঁর থেকে অস্কার ছিনিয়ে নেওয়া হয়নি। যারফলে এই দশ বছরের অস্কারের কোনও অনুষ্ঠানেই উপস্থিত থাকতে পারবেন না উইল স্মিথ। এমনকি দেওয়া হয়নি ভার্চুয়াল উপস্থিত থাকার অনুমোদন।

আরও পড়ুন: অস্কার প্রদান অনুষ্ঠানের সঞ্চালক খেলেন চর

Advertisement

যদিও Academy of Motion Picture-এর এই শাস্তি মাথা পেতে মেনে নিয়েছেন উইল স্মিথ। এই বিষয়ে তিনি বলেন, ”আমি আকাদেমির সব শাস্তি মাথা পেতে নিলাম। অস্কারে মঞ্চে আমি ক্রিস রকের সঙ্গে যে ব্যবহার করেছি তার জন্য আমি লজ্জিত এবং দুঃখিত। এরজন্য তাঁর কাছে ক্ষমা চেয়ে গত ১ এপ্রিল একটি চিঠিও পাঠিয়েছি আমি।”

উল্লেখ্য, স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে ‘রসিকতা’ মেনে নিতে পারেননি। স্ত্রীকে নিয়ে চটুল রসিকতার ‘শাস্তি’ হিসেবেই অস্কারের মঞ্চে ক্রিসকে চড় মেরেছিলেন স্মিথ। তাঁর এই আচরণের জন্য ক্রিস এবং অস্কার কর্তৃপক্ষের কাছে পরে ক্ষমাও চান তিনি। তবে ক্ষমাপ্রার্থনা করেও রেহাই পেলেন না এ বছরের অস্কারজয়ী অভিনেতা। শাস্তিস্বরূপ তাঁর পুরস্কার কেড়ে নেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয়। তবে স্মিথকে অস্কারের মঞ্চ থেকে নিষিদ্ধ করা হলেও কেড়ে নেওয়া হয়নি তাঁর পুরস্কার।

আরও পড়ুন: Viral News: পরিবেশ বাঁচাতে অভাবনীয় উদ্ভাবন রিক্সাচালকের, কুর্নিশ জানাচ্ছে নেটদুনিয়া

Advertisement

প্রসঙ্গত, অ্যাকাডেমি বোর্ড অব গভর্নরের সদস্য অভিনেতা হুপি গোল্ডবার্গ আগেই জানিয়েছিলেন, চড়-কাণ্ডের ফল স্মিথকে ভুগতে হবে। ওই ঘটনার পর অ্যাকাডেমির বাইরে দু’টি বড় প্রযোজনা সংস্থা স্মিথের সঙ্গে তাদের কাজ সাময়িক ভাবে বন্ধ করে দেয়। এবার আরও বড় শাস্তির মুখে পড়তে হল তাঁকে।

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.