বাংলার খবর
স্বামীর টুকরো টুকরো দেহের পাশে ঘুমাচ্ছেন স্ত্রী!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করাচির একটি ফ্লাটে থাকতেন সোহেল এবং রুবার। তাঁদের ঘরের সামনে কাটা হাতের আঙ্গুল এবং রক্ত দেখতে পান এক প্রতিবেশী। তিনি করাচি থানায় ফোন করলে তদন্তে করতে আসে পুলিশ। অভিযোগ পেয়ে তদন্ত করতে গিয়ে মাথায় হাত পুলিশের। ঘরে টুকরো টুকরো হয়ে রয়েছে স্বামীর দেহ। আর ঠিক তার পাশেই ঘুমাচ্ছেন স্ত্রী।
এই ঘটনা দেখে রীতিমত হতবাগ করাচি থানার পুলিশ। এই খবর শুধু পাকিস্তান নয়, সারা বিশ্বের মানুষকে হতবাক করে দিয়েছে। তবে তাঁরা স্বামী-স্ত্রী কিনা, তাই নিয়ে ধোঁয়াশা রয়েছে। রুবারকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, করাচির ওই ফ্লাটে থাকতেন মহম্মদ সোহেল। বয়স ৬০ বছর এবং তাঁর স্ত্রী রুবার। বয়স ৪৫ বছর। তাঁরা একসাথে ওই ফ্লাটেই থাকতেন। জেরার মুখে রুবার প্রথমে বলেন, সোহেল তাঁর জামাইবাবু। এর কিছুক্ষণ পর বলেন সোহেল তাঁর স্বামী।
যদিও স্থানীয় লোকজন বলছেন গত দুই বছর ধরেই একসাথে এই ফ্লাটে থাকলেও তাঁরা বিয়ে করেননি। করাচি থানার পুলিশের তদন্তকারি আধিকারিক সাজ্জাদ খান জানিয়েছেন, দাম্পত্য কলহ থেকেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক অনুমান। মহম্মদ সোহেল এবং রুবার দু’জনেই মাদকাসক্ত ছিলেন। পুলিশ দেহ উদ্ধার করে জিন্না মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।