বাংলার খবর
স্ত্রী কার! এই নিয়ে প্রাক্তন ও বর্তমান স্বামীর মধ্যে মারপিট

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্ত্রী কার- এই নিয়ে প্রাক্তন ও বর্তমান স্বামীর মধ্যে চরম মারপিট। তাতেই একজন আরেকজনের মাথা ফাটিয়ে দিয়েছেন বলে অভিযোগ! বর্তমান স্বামীর বাড়িতে লোকজন নিয়ে চড়াও হয়ে মারধরের অভিযোগ উঠল প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। দুই পক্ষের মারামারিতে আহত পাঁচজন। ঘটনার তদন্ত শুরু করেছে চন্ডীতলা থানার পুলিশ। গ্রেফতার দুই।
ঘটনাটি ঘটেছে হুগলির চন্ডীতলার আইয়া পঞ্চাননতলায়। পুলিশ সূত্রে খবর, বছর খানেক আগে চন্ডীতলার আইয়ার বাসিন্দা দীপঙ্কর রক্ষিতের সঙ্গে বিয়ে হয় সুতপার। সিঙ্গুরের বারুইপাড়ায় প্রথমবার বিয়ে হয়েছিল তাঁর। প্রথম পক্ষের স্বামী সুরজিৎ জড়ের সঙ্গে সাংসারিক অশান্তির জেরে কয়েক বছর বাপের বাড়িতে ছিলেন সুতপা। তারপর দীপঙ্করকে বিয়ে করেন।অভিযোগ এই বিয়ে মেনে নিতে পারেনি তাঁর প্রথম পক্ষের স্বামী সুরজিৎ। এরপরই সোমবার রাতে দলবল ও লাঠিসোঁটা নিয়ে দীপঙ্করের বাড়িতে চাড়াও হন সুরজিৎ। মারধর করেন দীপঙ্কর ও সুতপাকে।
খবর পেয়ে গ্রামের লোকজন চলে আসে। অন্যরা পালিয়ে গেলেও সুরজিৎ ও তাঁর জামাইবাবু নিতাই ঘোষকে ধরে ফেলে গ্রামবাসীরা। পাল্টা মারে গুরুতর আহত হন নিতাই ঘোষ। আহত হয় নিতাইয়ের সঙ্গে হাঙ্গামা করতে আসা আরও কয়েকজন। আহত হন, সুরজিতের প্রাক্তন এবং দীপঙ্করের বর্তমান স্ত্রী সুতপা। ঘটনায় গুরুতর জখম হন পাঁচজন। আহতদের আকুনি ইছাপসর ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্ডীতলা থানার পুলিশ। এবং সুরজিৎ ও নিতাই ঘোষকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, পারিবারিক অশান্তির জেরেই এই সংঘর্ষ। পুলিশকে সুতপাও জানিয়েছেন, এই দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি তাঁর প্রথম পক্ষের স্বামী সুরজিৎ। সেই কারণেই তিনি দলবল নিয়ে এসে বাড়িতে হামলা চালিয়েছেন।