লাইফ স্টাইল
বিয়ের জল গায়ে পড়লেই মেয়েরা মোটা হয়ে যায় কেন? জানুন বিস্তারিত

বেঙ্গল এক্সপ্রেস: যে মেয়েরা কুমারী অবস্থায় একটু রোগা বা পাতলা হয় তাদেরকে প্রায়ই শুনতে হয় যে এখন মোটা হচ্ছিস না হবে বিয়ের পর ঠিকই মোটা হবি। কিন্তু কেন বলে এরকম কথা। সত্যিই কি তাই হয় বিয়ে হলেই কি মেয়েরা মোটা হয়ে যায় নাকি এর পেছনে রয়েছে কোন যুক্তিযোগ্য কারণ।
আমরা প্রায়ই দেখি যাদের বিয়ে হয়েছে তার তারা একটু বেশি গ্লো করে। বিভিন্ন পরিবর্তন আসে তাদের মধ্যে। এমন ওজন জেনেটিক্স, হরমোনালি আরও বিভিন্ন ধরনের। আসলে বিষয়টি হয়েছে যে, বিয়ের পর নিয়মিত শারীরিক সম্পর্কের কারণে শরীরে ইস্ট্রোজেন হরমোন বাড়ে। আর এই ইস্ট্রোজেন হরমোন আমাদের শরীরের খাদ্য থেকে চর্বি শোষণ হওয়ার পর দেহে জমাতে থাকে যে জন্য একজন বিবাহিত মেয়ে সহজেই মোটা হয়ে যায়।
আরও পড়ুনঃমোশন সিকনেস এর জন্য কোথাও ঘুরতে যেতে পারছেন না? আপনার জন্য রইলো ঘরোয়া উপায়
তাছাড়াও নতুন নতুন বিয়ের পর মেয়েরা অনেক কিছু খেয়ে থাকে। রুটিন চেঞ্জ হওয়ার কারণে এবং বাইরের খাওয়ার জন্য ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পায়। সেই কারণে ও আমাদের শরীর হেলদী হয়ে ওঠে। এছাড়াও নতুন বিয়ের পর স্ট্রেস লেভের অনেকটাই কম থাকে। এবং ভাল ঘুম হওয়ার কারণেও কিন্তু শরীর টা যেন দেখতে আকর্ষণীয় হয়ে ওঠে। তাছাড়াও নতুন নতুন বিয়ের পর খাবার নষ্ট করা এটা ঠিক মানায় না সেই কারণে অনেক সময় অবশিষ্ট খাবার খাওয়ার কারণেও শরীর হেলদি হয়ে ওঠে।