আন্তর্জাতিক
ব্রিটেনে বরিসের পরবর্তী উত্তরসূরি নির্বাচন ৫ সেপ্টেম্বর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ব্রিটেনে বরিসের ‘ব্রেক্সিট’! লাগাতার মন্ত্রী ও আধিকারিকদের পদত্যাগে বেশ কয়েকদিন ধরেই জল্পনাটা জোরালো হচ্ছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বরিস জনসন।
ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে এখন কে হবেন বরিসের উত্তরসূরি? সেই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। উঠে আসছে বিভিন্ন নামও। তবে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কে বসবেন মসনদে তা জানতে গেলে এখনও প্রায় দু’মাস অপেক্ষা করতে হবে।
আগামী ৫ সেপ্টম্বর বেছে নেওয়া হবে বরিস জনসনের (Boris Jhonson) উত্তরসূরি। এমনটাই জানিয়েছে ব্রিটেনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি (Conservative Party)। বর্তমানে প্রধানমন্ত্রীর (UK Next prime Minister) দৌড়ে ১১ জন প্রার্থী রয়েছে বলেও দলের পক্ষ ইঙ্গিত দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর ব্রিটেনে বরিস পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করেছে নির্বাচনের দায়িত্বে থাকা ১৯২২ কমিটি অফ কনজারভেটিভ ব্যাকবেঞ্চ এমপিস।
আরও পড়ুন: গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে!
প্রধানমন্ত্রী পদের জন্য মঙ্গলবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এখনও পর্যন্ত ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বলে জানা গিয়েছে। কমিটির প্রধান স্যার গ্রাহাম ব্যাডির কথায়, প্রধানমন্ত্রীর নির্বাচন দ্রুত এবং মসৃণ করতে চাইছে তারা। আগামী ৫ সেপ্টেম্বর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে পাওয়া যাবে বলেও জানিয়েছেন কমিটির প্রধান।
সূত্রের খবর, ব্রিটেনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী তালিকায় আলোচিত নাম জনসন সরকারের পরারাষ্ট্রমন্ত্রী লিজা ট্রস ও অর্থমন্ত্রী তথা ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক। প্রধানমন্ত্রীর দৌঁড়ে আছেন আরেক ভারতীয় বংশোদ্ভুত প্রীতি প্যাটেলও। দৌড়ে রয়েছেন পাক বংশোদ্ভুত সাজিদ জাভিদও।
আরও পড়ুন: অবশেষে ব্রিটেনে বরিসের ‘ব্রেক্সিট’! প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা জনসনের
এদিকে পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে মুখ খুলেছেন বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন। ২০১৯ সালে ক্ষমতায় আসার সময় ব্রিটিশ জনগণকে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নতুন প্রধানমন্ত্রী তা রক্ষা করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।