সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'আসকে আমার মন ভালো নেই' এই কন্ঠস্বরের মালিক কে জানেন?
Connect with us

ভাইরাল খবর

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘আসকে আমার মন ভালো নেই’ এই কন্ঠস্বরের মালিক কে জানেন?

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘আসকে আমার মন ভালো নেই।’ বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার রীতিমতো ভাইরাল এই অডিও ক্লিপটি। এই অডিও ক্লিপটির সঙ্গে তৈরি করা হচ্ছে একাধিক ভিডিও ক্লিপ। এই অডিও ক্লিপটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে। আর তার প্রভাব পড়েছে সর্বত্রই। সম্প্রতি বাংলাদেশের জগন্নাথ কলেজের ইংরেজি বিভাগের ছাত্রী পরীক্ষার খাতায় শুধুমাত্র লিখে দিয়েছিলেন ‘আজকে আমার মন ভালো নেই।’
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মুখোমুখি কথাবার্তাতেও এখন কথায় কথায় শোনা যাচ্ছে ‘আসকে আমার মন ভালো নেই’। কিন্তু সোশ্যাল মিডিয়ার সৌজন্যে যাঁর কন্ঠে এই ডায়লগটি লোকের মুখে মুখে ফিরছে, তাঁকে কি চেনেন? এই কণ্ঠস্বরের মালিক হলেন বাংলাদেশের কাজী হান্নান আহমেদ উৎস নামের এক যুবক। তাঁর ‘চিটেইঙ্গা’ নামে একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানেই তিনি বিভিন্ন ধরনের ছোট ছোট ভিডিও বানিয়ে পোস্ট করেন। কিন্তু তাঁর এই অডিও ক্লিপটি যে এইভাবে দেশ তথা দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশেও তুমুল জনপ্রিয় হবে, তা তিনি নিজেও কল্পনা করতে পারেননি।
উৎস প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে এম কম করছেন। চিটাগং মেট্রোপলিটন কমার্স কলেজে থেকে স্নাতক। তাঁর এই ভাইরাল অডিও ক্লিপটি নিয়ে সম্প্রতি বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কাজী হান্নান আহমেদ উৎস জানিয়েছেন, তিনি চট্টগ্রামের এক পান বিক্রেতার গলা নকল করতে গিয়েছিলেন। তখনই তাঁর মাথায় একটি মজার ভিডিও তৈরি করার কথা মাথায় আসে। আর যেমন ভাবা তেমন কাজ। খুড়তুতো ভাইয়ের সঙ্গে কথা বলেই তাঁর ‘আসকে আমার মন ভালো নেই’ অডিও ক্লিপটি তৈরি করার পরিকল্পনা করেন। আর সেই পরিকল্পনাকেই নিজের কন্ঠ দিয়ে রেকর্ড করে ফেলেন।
অডিও ক্লিপটি তৈরি করে প্রথমে তিনি তাঁর এক বন্ধুকে পাঠান। আর সেই বন্ধুর মাধ্যমে তাঁর এই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে বাংলাদেশ সহ ভারতেও। আর সব থেকে মজার কথা হল, যেদিন উৎস এই অডিও ক্লিপটি তৈরি করেছিলেন সেদিন সত্যিই তাঁর মন ভালো ছিল না।
বর্তমান তরুণ প্রজন্মের কাছে অনলাইন কনটেন্ট এখন অর্থ উপার্জনের বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে। উৎসও তার ব্যতিক্রম নন। প্রথম দিকে তিনি বেশ কিছু পার্ট টাইম কাজ করলেও বর্তমানে উৎস অনলাইন কনটেন্টকেই অর্থ উপার্জনের রাস্তা হিসেবে বেছে নিয়েছেন। আর তাতে সব থেকে বড় সফলতা পেয়েছেন সম্প্রতি। বাংলাদেশ তো বটেই পশ্চিমবঙ্গেরও ঘরে ঘরে পৌঁছে গিয়েছে তাঁর এই অডিও ক্লিপটি। পদ্মার দুই পাড়ের মানুষদের মুখে মুখেই এখন ফিরছে ‘আসকে আমার মন ভালো নেই’। তাই ভাইরাল অডিও ক্লিপটির সৌজন্যে উৎসর মন এখন সত্যিই ভালো।

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.