শ্রাবন্তীর সঙ্গে কে এই ব্যক্তি! আবার বিবাহ বন্ধনে টলি অভিনেত্রী? কি বলছেন শ্রাবন্তী
Connect with us

বিনোদন

শ্রাবন্তীর সঙ্গে কে এই ব্যক্তি! আবার বিবাহ বন্ধনে টলি অভিনেত্রী? কি বলছেন শ্রাবন্তী

এক সংবাদ মাধ্যমে শ্রাবন্তী জানান, মনের পছন্দমত কাজ পেলে তিনি হলিউডও কাজ করতে রাজি আছেন। কিন্তু এখনো সেই সুসময় আসেনি আসলে তিনি অবশ্যই সেই কাজ হাতে নেবেন।

Shrabanti Chaterjee
5/5 - (1 vote)

ডিজিটাল ডেস্ক : টলি পাড়া অভিনেত্রীদের মধ্যে প্রথমে যার নাম আমাদের মনে আসে সে হল শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। শ্রাবন্তী প্রায় মিডিয়ার কটাক্ষের মুখে পড়েন। এই অভিনেত্রী আলোচনার শীর্ষে সব সময় রয়েছেন। কখনো বা ছেলে ও ছেলের বান্ধবীর সাথে ঘুরতে গিয়ে বা কখনো কখনো নিজের জীবন সঙ্গির সাথে আবার কখনো নতুন সিনেমা নিয়ে চর্চায় তিনি রয়েইছেন। তবে এইবার আপনি ভুল ধরেছেন।

এ ব্যক্তি কোন সাধারণ ব্যক্তি নয় । ইনি হলেন সবার প্রিয় ব্রিটিশ তারকা টম কুলস্টোন (Tom Coulston)। জানা গেছে খুব শীঘ্রই হলিউডের পাড়ি দিচ্ছেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। আর তার প্রমাণ হিসাবে তিনি একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে ব্রিটিশ তারকার টম কুলস্টোন ও আমাদের টলিউড তারকা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। শুধু অভিনেত্রী শ্রাবন্তী নন, ব্রিটিশ অভিনেতা টম কুলস্টোন ও জানিয়েছেন বলিউড থেকে অনেক নায়ক নায়িকায় হলিউড এ কাজ করেছেন তবে এই প্রথম টলিউড থেকে কেউ কাজ করছেন হলিউডে। বাংলার মুখ উজ্জ্বল করতে চলেছেন তিনি। আরো অনেক কথাই বলেছেন টলি অভিনেত্রী শ্রাবন্তীর বিষয়ে।

আরও পড়ুন – পর্নোগ্রাফি ভিডিও দেখার তালিকায় মহিলাদের সংখ্যা বাড়ছে বলছে সমীক্ষা

Advertisement

বাকি কথা নয় শ্রাবন্তীর কাছ থেকে জেনে নেওয়া যাক তিনি কি বলেছেন চলুন দেখে নিই। এক সংবাদ মাধ্যমে শ্রাবন্তী জানান, মনের পছন্দমত কাজ পেলে তিনি হলিউডও কাজ করতে রাজি আছেন। কিন্তু এখনো সেই সুসময় আসেনি আসলে তিনি অবশ্যই সেই কাজ হাতে নেবেন। আসল বিষয়টা হয়েছে যে আপাতত শ্রাবন্তী হলিউডে যাচ্ছেন না, হলিউড ব্রিটিশ তারকা টম কোলস্টোন আসছেন বাংলায় তিনি টলিউডের শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে চলেছেন। সায়ন্ত ঘোষালের পরিচালনায় “রবীন্দ্রনাথ কাব্য রহস্য” (Rabindra Kabya Rahasya) নামের একটি ছবির শুটিং করবেন একসাথে দুজনে।

আর খুব শীঘ্রই সেই শুটিংয়ের কাজ শুরু হবে। এই ছবির গল্পের প্লট তৈরি হয়েছে লন্ডনে সেই ছবিতেই টম ও শ্রাবন্তী কাজ করবেন। গল্পটি সিরিয়াল কিলিং এর ওপর ডিপেন্ড করে বানানো। এই ছবিতে আরো অনেক তারকারায় কাজ করছেন যেমন ঋত্বিক চক্রবর্তী, বিদিপ্তা চক্রবর্তী , প্রিয়াংশু চট্টোপাধ্যায় ও টম কোলস্টোন এছাড়া শ্রাবন্তী তো রয়েইছে।

Advertisement
Continue Reading
Advertisement