বাংলার খবর
রাষ্ট্রপতি নির্বাচনে কাকে ভোট দিয়েছেন? অবশেষে জানিয়ে দিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগেই জানিয়েছিলেন, তিনি বিধানসভায় নয় দিল্লিতে গিয়ে ভোট দেবেন। সোমবার দিল্লিতে গিয়েই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন কাঁথির প্রবীণ সাংসদ শিশির অধিকারী। এবং সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়ে দিলেন, তিনি বর্তমানে যে দলে আছেন সেই দলের নির্দেশ মেনেই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। ভোট দিয়ে বেরিয়ে শিশির অধিকারী বলেছেন, ‘দল যাঁকে সমর্থন করতে বলেছে আমি তাঁকেই ভোট দিয়েছি।’
তবে তিনি যে কোন দলে রয়েছেন, সেই নিয়েই চরম ধোঁয়াশা রয়েছে। খাতায়-কলমে তিনি এখনও তৃণমূলের সাংসদ। আবার গত বছর বিধানসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে সোমবার তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, তিনি একটাই দল করেন। আর সেটা হল বিজেপি। শিশির অধিকারী বলেছেন, ‘এখানে খাতা-কলমের কোনও ব্যাপারনেই। আমি কোনও খাতায় নেই। আমি একটা খাতাতেই ছিলাম। এখন আর কোনও খাতায় নেই। আমি বর্তমানে যে দলে আছি, সেই দলকেই সমর্থন করেছি।’
গত বছর বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন শিশির অধিকারী। এগরায় এক নির্বাচনী সভার মঞ্চ থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন তিনি। এরপর বিজেপির হয়ে একাধিক নির্বাচনী প্রচার করতেও দেখা গিয়েছে তাঁকে। তাই তিনি খাতায়-কলমে তৃণমূল সাংসদ হলেও বর্তমানে তিনি বিজেপিতে রয়েছেন। অতএব, তিনি এনডিএ জোট প্রার্থী দ্রৌপদী মুর্মুকেই যে ভোট দিয়েছেন, তা পরিষ্কার করে দিয়েছেন।
শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই তিনি আর সক্রিয় রাজনীতিতে নেই। সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্য বিধানসভায় ভোট না দিয়ে দিল্লিতে গিয়ে ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন তিনি। তার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছিলেন, তিনি দিল্লিতে চিকিৎসা করাতে যাবেন। সেই কারণে সেখানেই তিনি ভোট দেবেন। গত রবিবারই তিনি দিল্লি যান। জানা গিয়েছে, সোমবার বিকালেই তিনি রাজ্যে ফিরে আসছেন।
শুধু শিশির অধিকারী নন, তাঁর সঙ্গে দিল্লি গিয়ে সেখানেই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন তাঁর পুত্র তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীও। বাবার মতো তিনিও এখনও খাতায়-কলমে তৃণমূলের সাংসদ হলেও, কিন্তু দলের কর্মসূচিতে তাঁকে আর দেখা যায় না। এদিন দিল্লিতে ভোট দেওয়ার পর তিনিও জানিয়ে দিয়েছেন, ‘দল যাঁকে সমর্থন করেছে আমি তাঁকেই ভোট দিয়েছি।’ কিন্তু তিনি কোন দলে রয়েছেন, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। তাই তিনি এনডিএ জোট প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন, নাকি তৃণমূল-সহ বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে ভোট দিয়েছেন, তা নিয়ে যথেষ্ট জল্পনা রয়ে গিয়েছে। আগামী ২১ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশিত হবে।