বিনোদন
স্ত্রী থাকার পরেও কাকে মন দিলেন বলিউড স্টার শাহিদ কাপুর ?
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত দীপিকা পাড়ুকোন, সইফ আলি খান এবং ডায়না পেন্টি অভিনীত সুপারহিট রোমান্টিক-ড্রামা ‘ককটেল’-এর সিক্যুয়েল হিসেবে তৈরি হচ্ছে এই ছবি
ডিজিটাল ডেস্ক : শাহিদ কাপুরের ক্যারিয়ার ইতিমধ্যে নানান চমকপ্রদ ছবিতে পূর্ণ। তবে এবার তার নতুন ছবি ‘ককটেল ২’ নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত দীপিকা পাড়ুকোন, সইফ আলি খান এবং ডায়না পেন্টি অভিনীত সুপারহিট রোমান্টিক-ড্রামা ‘ককটেল’-এর সিক্যুয়েল হিসেবে তৈরি হচ্ছে এই ছবি। মুম্বাইয়ের শোবিজ মহলে খবর, শাহিদ কাপুর এই ছবিতে প্রধান চরিত্রে থাকছেন। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দুই জনপ্রিয় নায়িকা—রশ্মিকা মন্দানা ও কৃতি শ্যানন। যদিও প্রথমে ছবির জন্য কার্তিক আরিয়ানের নাম শোনা গিয়েছিল, পরে নির্মাতারা শাহিদের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন।
আরোও পড়ুন : কনকনে ঠান্ডায় বর অজ্ঞান! বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিলেন খোদ পাত্রী
শাহিদ-কৃতির এই জুটিকে এর আগে ‘তেরি বাতো মে আইসা উলঝা জিয়া’ ছবিতে দেখা গেছে। তাদের রসায়ন সেই সময় বেশ প্রশংসিত হয়েছিল। এবার ফের এই দুই তারকাকে একসঙ্গে রুপালি পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শক।অন্যদিকে, দক্ষিণের সেনসেশন রশ্মিকা মন্দানা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা বেশ দৃঢ় করছেন। আল্লু অর্জুনের সঙ্গে তার ‘পুষ্পা ২’ ঝড় তুলেছে বক্স অফিসে।
আরোও পড়ুন : দুর্দান্ত খবর! এবার ক্যান্সারে বিনা খরচে ভ্যাকসিনের আশ্বাস! বিশ্বজুড়ে ব্যাপক উত্তেজনা
রশ্মিকার ক্যারিশমা এবং অভিনয় দক্ষতা তাকে দ্রুত বলিউডেও আলোচনার কেন্দ্রে এনেছে। শাহিদ কাপুরের সঙ্গে এটি তার প্রথম কাজ, এবং দর্শকদের মনে তাদের জুটি কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই এখন দেখার বিষয়।‘ককটেল ২’ পরিচালনা করছেন হোমি আদাজানিয়া, আর প্রযোজনার দায়িত্বে আছেন দীনেশ বিজন। ছবির চিত্রনাট্য সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নির্মাতারা ইঙ্গিত দিয়েছেন, এটি হবে একটি আধুনিক রোমান্টিক-ড্রামা, যেখানে সম্পর্ক, বন্ধুত্ব ও দোটানার দারুণ মিশেল থাকবে।
শাহিদের চরিত্রটি থাকবে কেন্দ্রবিন্দুতে, এবং গল্প এগোবে তার জীবনের জটিল সম্পর্কগুলো ঘিরে। রশ্মিকা এবং কৃতি তার জীবনে দুটি ভিন্ন প্রভাব তৈরি করবেন। গল্পে কে কার সঙ্গে থাকবেন বা সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়েই রয়েছে চমকের সম্ভাবনা।