বাংলার খবর
ছোটরা কবে থেকে স্কুলে যেতে পারবে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : রাজ্যের করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত মাস থেকেই শুরু হয়েছে অষ্টম শ্রেণী থেকে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন। পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের জন্য চলছে পাড়ায় শিক্ষালয়। বাকিরা অনলাইনেই পড়াশোনা করছে।
এবার ছোটদের স্কুল খোলার ভাবনাচিন্তাও শুরু করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বাস্তু পরিবারের হাতে জমির পাট্টা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ছোটদের স্কুল খোলার বিষয়টি ভাবনা চিন্তা করা হচ্ছে। তবে কোভিড পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। রোটেশনে খোলা হতে পারে ছোটদের স্কুল। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষগুলোর সঙ্গেও আলোচনা চালানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন তিনি বলেছেন, ‘স্কুলগুলো ইতিমধ্যেই চালু হয়েছে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর জন্য পাড়ায় পাড়ায় শিক্ষালয় তৈরি করে ক্লাস নেওয়া হচ্ছে। পাড়ায় পাড়ায় ক্লাস চলছে। আর একেবারে ছোটদের স্কুল খোলার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। যদি কোভিড একেবারেই সমস্যার কারণ না হয়, তা হলে ছোটদের জন্যও খুলে দেওয়া হবে। কারণ আবার কী একটা আসবে বলছে। সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। সেটা যদি না হয় তা হলে অন্তত ছোট ক্লাস গুলো ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে করানো যায় কি না স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখতে হবে। অর্ধেক অর্ধেক করে ভাগাভাগি করে স্কুল করলে সোমবার যারা আসবে, মঙ্গলবার তারা আসবে না। আবার মঙ্গলবার যারা আসবে বুধবার তারা আসবে না। এভাবে হলে প্রাথমিকের ক্লাসগুলো অন্তত চলতে পারে।’