Apple A.I vision Pro VR glass কবে লঞ্চ হতে যাচ্ছে ! কত দাম জানেন? আর কি ফিচার্ড রয়েছে জানতে পড়ুন বিস্তারিত
Connect with us

দেশের খবর

Apple A.I vision Pro VR glass কবে লঞ্চ হতে যাচ্ছে ! কত দাম জানেন? আর কি ফিচার্ড রয়েছে জানতে পড়ুন বিস্তারিত

Dwip Narayan Chakraborty

Published

on

5/5 - (3 votes)

বেঙ্গল এক্সপ্রেস: ২০২৩ সালের ডাবলু.ডাবলু.ডি.সি ইভেন্টস এ অ্যাপল তার বিভিন্ন ধরনের আপডেট শেয়ার করলো সবার নজর কেড়েছে A.I vision Pro। এই এ আই ভিশনে রয়েছে বিভিন্ন ধরনের ফিচার্ড। আর এই ফিচার্ড এর আগে কখনো কেউ উপভোগ করেনি। এখানে ভার্চুয়াল ওয়ার্ল্ড কে এতটাই ডিজিটাল করা হয়েছে যে সবকিছু একদম বাস্তব মনে হয়।

আর এরিয়ার টি আপনি পড়লে আপনার চোখের ইশারা এবং হাতের আঙুল দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। আর এভিআর এ রয়েছে হাই লেভেলের সেনসর। যেখানে যেখানে আপনার চোখ যাবে সেইখানে সেখানে এটি আপনার চোখকে অনুসরণ করে চলবে। আপনি চোখের ইশারা কোন অ্যাপ এ প্রবেশ করতে পারবেন এবং সেখান থেকে বেরও হতে পারবেন। আর আপনি যে সেই অ্যাপ থেকে বের হয়ে যাচ্ছেন এইটি বোঝাতে ওই অ্যাপটি একটু পিছিয়ে যাবে। আর এই ভিআর এ আপনি যদি কোন মুভি বা ভিডিও দেখেন ওই সময় যদি আপনার পাশে কেউ এসে বসে তাহলে আপনি তাকে সহজেই দেখতে পারবেন। এবং সেও আপনাকে দেখতে পারবে এমনকি এই ভি আর গ্লাসের মধ্যেও আপনার চোখ অপর দিকের মানুষ সহজেই দেখতে পারবে। আর আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কারণ যখন আপনি ওই ব্যক্তির সাথে কথা বলবেন তখন আপনার চোখের সামনে কোন ধরনের স্ক্রিন আসবে না।

আরও পড়ুন-আমেরিকার সুপার মডেল, ইরানের প্রিন্সেস হবার পর কেন তার খোঁজ পাওয়া যায়নি?

Advertisement

 

এভাবে তৈরি করা হয়েছে যে রিয়াল ওয়ার্ল্ড এর কোন মানুষের সাথে কমিউনিকেশনের সময় যাতে কোন ধরনের অসুবিধা না সৃষ্টি হয়। আর এই রিজন প্রতে রয়েছে আলট্রা হায় রেজুলেশন ডিসপ্লে। যেখানে দুই চোখ মিলে প্রায় ২৩ মিলিয়ন pixel রয়েছে। আপনার মনে হবে যে আপনার এই ডিসপ্লেতে ফোরকে টিভি বসানো হয়েছে। আর আপনি গান, মুভি ও অন্যান্য যেকোনো ভিডিও দেখুন না কেন আপনি ফিল করতে পারবেন যে আপনি ওইখানেই রয়েছেন। আর এই ভি আর গ্লাসের আরেকটি স্পেশাল ফিচার হল এই গ্লাসের সাউন্ড কোয়ালিটি। আপনি যে ভিডিও দেখবেন সেই ভিডিওর এনভায়রনমেন্টারি সাউন্ড আপনার চারিপাশ থেকে আসবে এত টাই রিয়াল ফিল করাবে এই ভি আর গ্লাস। এছাড়াও আরেকটি কুল ফিচার রয়েছে এই গ্লাসে। এনভায়রনমেন্ট ফিচার।

 

Advertisement

আপনি যদি কোন এরোপ্লেন বা ট্রেনে জার্নি করছেন আর আপনি মুভি দেখতে চাইছেন কিন্তু আপনি চান যে ফিলটা যেন পাহাড় কিংবা সমুদ্রের হয় সেই অনুযায়ী আপনার ভিয়ার গ্লাস কে আপনি সেটিংস করতে পারবেন। আর সব থেকে বড় বিষয় হলো যে আপনি দু আঙ্গুল দিয়ে মুভির স্ক্রিন বড় করতে পারবেন। আপনি যত বড় মুভির স্ক্রিন চান ততটাই বড় করতে পারবেন। এছাড়াও এআই ভিশন প্রো তে সাইডে দুটি ক্যামেরাও রয়েছে। এছাড়াও এই গ্লাসের মাধ্যমে ফেস ভিডিও অনেক সুন্দর হয়। আপনার মনে হবে যে ওই ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছে।

 

আর আপনি যে এই গ্লাসটা চোখে লাগিয়ে রেখেছেন সেই কারণে অপোর সাইটের মানুষের জন্য আপনার একটি avator ক্রিয়েট করবে যাতে আপনার ভিডিও কলে থাকা ব্যক্তিটি আপনাকে দেখতে পারে। আপনি যদি হাত নাড়াচাড়া করেন এবং যে ধরনের ই আপনি মুভমেন্ট করুন না কেন আপনার অবতারটি সেম ভাবে মুভমেন্ট করবে। আর এই ভি আর সেটটা আপনি সারাদিন ইউজ করতে পারবেন এমনকি আপনি চার্জে বসিয়েও ইউজ করতে পারবেন। আর এই ভি আর সেটটা লঞ্চ হতে যাচ্ছে ২০২৪ সালে, ডেট টা এখনো জানা যায়নি সঠিকভাবে। আর এই অ্যাপেলের ভি আর সেটটার দাম সাড়ে তিন হাজার ডলার অর্থাৎ সাড়ে তিন লক্ষ টাকারও ওপরে।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.