আন্তর্জাতিক
২৫ ডিসেম্বর দিনটির বিশেষত্ব কী! জেনে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২৫ ডিসেম্বর মানেই ‘বড়দিন’। খুশির দিন, উৎসবের দিন, ছুটির দিন। এছাড়াও আর কোন দিক থেকে এই দিনটি স্মরণীয় তা দেখে নেওয়া যাক।
২৫ ডিসেম্বর যাঁদের জন্মদিন
১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব জন্মগ্রহণ করেছিলেন। ১৯৬৫ সালের এই দিনে যোগ গুরু স্বামী রামদেব জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালের আজকের দিনে বলিউড অভিনেত্রী নাগমা অরবিন্দ মোরারজি জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের এই দিনটি মডেল এবং টেলিভিশন অভিনেতা নন্দীশ সান্ধুর জন্মদিন। ১৯৮৪ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন ভারতীয় টেলিভিশন অভিনেতা জয় ভানুশালী। ১৯৮৪ সালের ২৫ ডিসেম্বর ভারতীয় বলিউড অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক জ্যাকি ভাগনানির জন্মদিন।
১৮০৯ সালের এই দিনে গুজরাতি সমাজ সংস্কারক, প্রাবন্ধিক এবং শিক্ষক দুর্গারাম মেহতা জন্মগ্রহণ করেছিলেন। ১৮৬১ সালের আজকের দিনে পণ্ডিত মদন মোহন মালভিয়া আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় পণ্ডিত, শিক্ষা সংস্কারক এবং রাজনীতিবিদ। কপিলা বাৎসায়ন ছিলেন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী,স্থাপত্য এবং শিল্প ইতিহাসের একজন নেতৃস্থানীয় পণ্ডিত। তিনি ১৯২০ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন।
আজ যাঁদের মৃত্যুবার্ষিকী
১৯৭২ সালের আজকের দিনে চক্রবর্তী রাজাগোপালাচারীর মৃত্যু হয়। তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, স্বাধীনতা কর্মী, আইনজীবী, লেখক, ইতিহাসবিদ এবং রাষ্ট্রনায়ক। ১৯৯০ সালের আজকের দিনটি চন্দ্রকান্ত টি প্যাটেলের মৃত্যুদিন। তিনি ছিলেন একজন বিজ্ঞানী। তিনিই প্রথম বাণিজ্যিক তুলা হাইব্রিড তৈরি করেছিলেন। যা হাইব্রিড-৪ নামে পরিচিত।
ভারতের সপ্তম রাষ্ট্রপতি গিয়ানি জৈল সিং ১৯৯৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন। তিনি ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। ২০০৪ সালের আজকের দিনে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী প্রয়াত হন। ২০০৭ সালের ২৫ ডিসেম্বর গোপালদাস পরমানন্দ সিপাহিমালানি সিপ্পি পরলোক গমন করেন। তিনি ছিলেন একজন বলিউডের চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।
আর যেসকল কারণে আজকের দিনটি স্মরণীয়
২৫ ডিসেম্বর যীশুখ্রিষ্টের জন্ম বার্ষিকী হিসাবে পালিত হয়। যীশু এমন একজন আধ্যাত্মিক চরিত্র, যাঁর শিক্ষা খ্রীষ্ট ধর্মের ভিত্তি তৈরি করেছিল। ২৫ ডিসেম্বর দিনটি সারা বিশ্বে বিশেষ ভাবে উদযাপিত হয়। এই দিনটি বড়দিন হিসাবে পরিচিত। ১৯৫৯ সালের এই দিনে সনি ট্রানজিস্টর টিভি ৮-৩০১ বাজারে আসে।