কি হতে চলেছে আজ! ০২ ফেব্রুয়ারি ২০২৩
Connect with us

মিথুন রাশি

কি হতে চলেছে আজ! ০২ ফেব্রুয়ারি ২০২৩

মিথুন রাশি আজ আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে। আজ আপনি কোন ছোটখাটো তর্কে জড়াবেন না কারণ এতে আপনাকে মামলা ও মোকদ্দমা অব্দি যেতে হতে পারে। বাড়ির গুরুজনদের সঙ্গে তর্কে জড়াবেন না

মিথুন রাশিফল
Rate this post

বেঙ্গল এক্সপ্রেস: মিথুন রাশি: মিথুন রাশি আজ আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে। আজ আপনি কোন ছোটখাটো তর্কে জড়াবেন না কারণ এতে আপনাকে মামলা ও মোকদ্দমা অব্দি যেতে হতে পারে। বাড়ির গুরুজনদের সঙ্গে তর্কে জড়াবেন না। স্বামী-স্ত্রীর মধ্যে বিবার চেষ্টা হতে পারে তবে আপনার ধৈর্য ও সহনশীলতার কারণে তা মিটেও যেতে পারে।

 

পড়াশোনার দিক থেকে দিনটি শুভ রয়েছে। নাটক বাঁচিয়েটারের জন্য দিনটি ঠিক নয়। আপনার পুরনো কোন স্বপ্ন সফল হতে পারে। আপনার পুরনো কোন রোগ আবার দেখা যেতে পারে। কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা মিটে যাওয়ার যোগ রয়েছে। আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি হবে।

Advertisement

ajker rasifal

সম্পর্ক: মিথুন রাশি স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হতে পারে। তবে আপনার ধৈর্য ও সহনশীলতার কারণে তা মিটে গিয়ে একটি সুন্দর মধুর ও মজবুত সম্পর্ক তৈরি হতে পারে। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি শুভ। তবে আপনার অধৈর্যের কারণে আপনাদের সম্পর্কে ব্যাঘাত ঘটতে পারে। বাইরের সম্পর্কের জন্য বাড়িতে অশান্তি হতে পারে।সন্তানদের সঙ্গে সম্পর্ক ঠিক যাবে না। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন। ভেবেচিন্তে কথা বলুন।

আরও পড়ুন রেশন কার্ডে বিনামূল্যে আর খাদ্যশস্য পাবে না অনেক গ্রাহকেরা,কেন এমন নতুন নিয়ম বের করা হলো জানতে সঙ্গে থাকুন

 

Advertisement

পেশা: মিথুন রাশি ব্যবসার ক্ষেত্রে দিনটি সঠিক নয়। আপনার অমনোযোগের কারণে ব্যবসায় ক্ষতি বাড়তে পারে। নতুন কাজের লোক ব্যবসায় নিয়োগ করবেন না। চাকরির ক্ষেত্রে আপনার কাজের চাপ বাড়তে পারে। আপনার সহকর্মীর উচ্চপদ পাওয়ার যোগ রয়েছে।

 

শুভ সংখ্যা: মিথুন রাশির শুভ সংখ্যা হল ২১ ও ৩৩।

Advertisement

শুভদিক: মিথুন রাশির শুভ দিক হলো পূর্ব ও অগ্নিকোণ।

শুভ রং: মিথুন রাশির শুভ রং হলো সাদা

 

Advertisement

শুভ রত্ন: মিথুন রাশির শুভ রত্ন হলো সাদা প্রবাল ও লাল প্রবাল।