বাংলার খবর
ভিনরাজ্যে কাজে গিয়ে শ্রমিকের রহস্যমৃত্যু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলার শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটল। রহস্যজনক ভাবে শ্রমিক মৃত্যুর এই ঘটনার খবর চাউর হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। রবিবার এই ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে।
পুলিশ জানিয়েছেন, মৃত ওই শ্রমিকের নাম ফারুক মীর( ২২)। তাঁর বাড়ি সামশেরগঞ্জের লস্করপুর এলাকায়।বেশ কিছুদিন আগেই সামসেরগঞ্জ থানার লস্করপুর এলাকা থেকে রাজমিস্ত্রী কাজে কেরলের পাইননুর জেলায় গিয়েছিলেন ফারুক মীর। প্রতিদিনের মতো শনিবারও কাজ করেছেন ওই শ্রমিক। পরিবারের অভিযোগ, রাতের পর থেকেই মীরের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। সকালেই বাড়ি থেকে কিছুটা দূরত্বে একটি বাগান থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
অভিযোগ, তাঁকে খুন করে বাগানে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুরো ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের লোকজন। এদিকে রাজমিস্ত্রী কাজে গিয়ে যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেরল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। দেহ বাড়ি ফিরিয়ে নিয়ে আসার তৎপরতা শুরু হয়েছে। ময়নাতদন্ত শেষ হলেই বাড়ি নিয়ে আসা হবে মীরের দেহ।
আরও পড়ুন: ইউক্রেনীয়দের জন্য বড় ঘোষণা বরিস প্রশাসনের, শরণার্থীদের টাকা দেবে ব্রিটেন
অন্যদিকে, সাঁকরাইলে গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী গ্রাম পঞ্চায়েতের কদোপাল এলাকায় ঘটেছে এই ঘটনা। মৃত ব্যক্তির পরিচয় জানতে পেরেছেন পুলিশ। মৃত ব্যক্তির নাম অনন্ত বোধুক (৬২)। বাড়ি সাঁকরাইলের হরেকৃষ্ণপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোদোপাল এলাকার একটি গাছ থেকে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেয় সাঁকরাইল থানার পুলিশকে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ইউক্রেনীয়দের জন্য বড় ঘোষণা বরিস প্রশাসনের, শরণার্থীদের টাকা দেবে ব্রিটেন
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার ওসি খন্দকার সাইফুদ্দিন আহমেদ সহ পুলিশ কর্মীরা। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। কি কারণে ওই ব্যক্তি গলায় দড়ি দিয়েছে তা খতিয়ে দেখার জন্য সাঁকরাইল থানার পুলিশ তদন্ত শুরু করেছে।