বাংলার খবর
ভ্যাপসা গরমে কাহিল অবস্থা, বৃষ্টির পূর্বাভাস নিয়ে বড় খবর শোনাল হাওয়া অফিস

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। চৈত্রের শেষ থেকেই প্রবল গরমে কাহিল বঙ্গবাসী। বৈশাখের শুরুতেই তরতর চড়ছে তাপমাত্রার পারদ। তপ্ত রোদে ব্যাপক গরমের প্রকোপ শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
সকাল থেকেই ভ্যাপসা গরম। রাতেও আবহাওয়ার তেমন কোনও উন্নতি নেই। যদিও এই অবস্থায় গরম থেকে রেহাই দিতে আমজনতাকে কিছুটা স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় বাংলার বেশকিছু জেলায় হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী ৪৮ ঘণ্টায়। ১৬ এপ্রিল কলকাতায় আকাশ মূলত মেঘলা রয়েছে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৭.৯, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
আরও পড়ুন: বৈশাখী ঝড়ে গড় হাতছাড়া হল BJP-র, বিহারী বাবুতেই ভরসা রাখলেন আসানসোলবাসী
বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা মরশুমের সবচেয়ে বেশি ছিল। শুক্রবার বাঁকুড়ায় ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। পানাগরে ৪৩.১ ডিগ্রি সেলসিয়াস এবং আসানসোলে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পয়লা বৈশাখের তাপমাত্রা। এছাড়াও অত্যাধিক তাপমাত্রার জেরে বাংলার বেশকিছু জেলায় লু-বইয়ে যাওয়ার সতর্কবার্তাও দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের পশ্চিমের পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে প্রায় লু বইছে।
আরও পড়ুন: নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক
এদিকে তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলে আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে দক্ষিণবঙ্গে। তবে এখনই সেভাবে বৃষ্টিতে ভিজবে না বাংলা। যদিও হালকা বৃষ্টিতে মিলতে পারে কিছুটা স্বস্তি।