বাংলার খবর
সোমবার থেকেই স্বস্তির বৃষ্টিতে ভিজবে রাজপথ, আবহাওয়া নিয়ে বড় খবর দিল হাওয়া অফিস

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তীব্র গরমে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। দাবদাহে জ্বলছে সাধারণ মানুষ। কাঠফাটা রোদে নাজেহাল মানুষ। এই অবস্থায় আবহাওয়া নিয়ে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর।
জানা গিয়েছে, শনিবার থেকেই কলকাতা সহ দক্ষিণের জেলাগুলির আকাশ থাকবে আংশিক মেঘলা। রবিবার থেকে ঝড়-কালবৈশাখী হওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। এদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে এই পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলছে না। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।
আরও পড়ুন:ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৩ টি দোকান
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ তারিখ থেকে দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়ের পাশাপাশি বৃষ্টি হবে। যারফলে এপ্রিল নয়, মে-মাসের শুরুতেই স্বস্তির বৃষ্টিতে ভিজবে মহানগর সহ জেলাগুলি। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী শনিবার ৫ জেলায় ঝড়ের পাশাপাশি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটলেও এখনই তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হচ্ছে না। যার দরুণ চলবে তাপপ্রবাহের পরিস্থিতি।
আরও পড়ুন:‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’…কাকে এমন বললেন ফিরহাদ হাকিম
এদিকে সারা এপ্রিল মাসজুড়ে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই একফোঁটা বৃষ্টি হয়নি। কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও দহন জ্বালা মেটাতে তা একেবারেই যথেষ্ট ছিল না। বীরভূমে ঝোড়ো হাওয়ার সঙ্গে এদিন বিকেলে এক পশলা বৃষ্টি হলেও কলকাতা সহ দক্ষিণ-পশ্চিমের জেলাগুলিতে এখনই মিলবে না স্বস্তি। বৃষ্টি পেতে থাকতে হবে চাতকের মতো চেয়ে। এই বিষয়ে আবহাওয়া দফতর বলছে, মে’র শুরু থেকেই স্বস্তির বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ।