দুর্গাপুজোয় বৃষ্টির আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে শহর
Connect with us

বাংলার খবর

দুর্গাপুজোয় বৃষ্টির আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে শহর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পূর্বাভাস বলছে বর্তমানে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে দূরে চলে গিয়েছে অনেকটাই। আর সে কারণেই আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলে জানা যাচ্ছে। তবে হালকা থেকে মাঝারি পরিমাণের বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সর্বত্রই।

উল্লেখ্য, সোমবার আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯২ শতাংশ। বাড়বে ঘাম এবং অস্বস্তি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাতের তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ৬.৩ মিলিমিটার। এদিকে, আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ১৮ তারিখ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের ৫ জেলায়। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই তিনজেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা,হাওড়া এবং হুগলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির এখনই কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান সহ কিছু জেলাতেও জায়গায় জায়গায় হালকা বৃষ্টিপাত হবে। জুলাই-অগাস্টে ঘাটতি না মিটলে জল গড়াতে পারে অক্টোবর পর্যন্ত। দুর্গাপুজোয় আকাশের মুখ ভার থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Advertisement