বাড়ছে তাপমাত্রার পারদ, স্বস্তি মেলেনি মানুষের
Connect with us

বাংলার খবর

বাড়ছে তাপমাত্রার পারদ, স্বস্তি মেলেনি মানুষের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সকাল হলেই কড়া রোদ এবং পরবর্তীতে মেঘের কারণে আদ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বেড়ে চলেছে। আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে কোনো রকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। খানিকটা একই রকম পরিস্থিতি উত্তরবঙ্গে কিন্তু উত্তরবঙ্গের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার তাপমাত্রা আজ সারাদিনে ৩৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে প্রায় ৯০ শতাংশের কাছাকাছি। শুক্রবার কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কিন্তু তা হবে বিক্ষিপ্ত। উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে তুলনামূলক ভাবে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

চলতি বছরে দক্ষিণবঙ্গে প্রবেশের সময় থেকেই দুর্বল মৌসুমী বায়ু। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনই ভারী বৃষ্টিপাতের দেখা পাওয়া যাবে না। জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অস্বস্তি বাড়াবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য।

Advertisement