বাংলার খবর
একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আসতে চলেছে বর্ষা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্বস্তি মিলেছে বঙ্গবাসীর। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা হাওড়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান এবং পুরুলিয়ার মতো একাধিক প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
তীব্র গরমের হাঁসফাঁস দশা থেকে কিছুটা হলেও মুক্তি মিলেছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু রয়েই গিয়েছে। ছুটির দিনে বৃষ্টিতে ভাসতে পারে শহর কলকাতা। শুধু কলকাতাই নয়, শহরতলীর বেশ কয়েকটি এলাকাতেও রবিবার দুপুরের পর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গের দোরগোড়ায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ক্রমশ এগোচ্ছে সেই বায়ু। সব কিছু ঠিকঠাক চললে আর দিন দু’য়েকের মধ্যেই বর্ষা ঢুকে পড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
এদিকে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৩ শতাংশ। অন্যদিকে, আজ বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান-সহ বেশ কয়েকটি জেলায়।