বাংলার খবর
শহরে আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগামী দু’তিন দিন গরমের দাপট বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তি। এদিকে আজ দক্ষিণবঙ্গের একাধিক রাজ্যে আকাশ আংশিক মেঘলা। সন্ধ্যা নামলেই ঝড়, বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে। অথচ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিবেশ নেই।
এবার দক্ষিণবঙ্গে বিলম্বে বর্ষা। ১৫ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের। আবহাওয়াবিদদের এই অনুমান সত্যি হলে দক্ষিণবঙ্গে এবার লেট মনসুনের প্রবল সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারি বৃষ্টি হতে পারে। ১৩ ও ১৪ তারিখ নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার এবং রবিবার, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে। সেই সঙ্গে বেশি থাকবে আর্দ্রতা। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। এদিন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৫ শতাংশ। দুপুরের পর থেকেই আকাশ কালো করে বৃষ্টি নামার সম্ভাবনা। চলবে বজ্রপাতও।