সপ্তাহের শুরুতেই মিলল স্বস্তি, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ
Connect with us

বাংলার খবর

সপ্তাহের শুরুতেই মিলল স্বস্তি, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সপ্তাহের প্রথম দিনেই ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজল কলকাতাবাসী। তবে ছিটেফোঁটা বৃষ্টি আর অস্বস্তিকর হয়ে উঠতে পারে, এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

এদিকে দক্ষিণবঙ্গে বর্ষা সক্রিয় হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী চার থেকে পাঁচদিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবারও সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি পেয়েছে কলকাতা। সোমবার সকাল থেকে রোদের তেজ চওড়া হলেও বৃষ্টির দেখা দিয়েছে। তবে বেলা গড়াতেই বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে ৯২ শতাংশ।

Advertisement

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি ও কলকাতায়। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

 

Advertisement