দেশের খবর
দেশে প্রাথমিক শিক্ষায় শীর্ষে পশ্চিমবঙ্গ! শিক্ষক, অভিভাবকদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত বুধবার বাংলার দুর্গাপুজোকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’-র স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। শুক্রবার রাজ্যের মুকুটে যুক্ত হল আরও একটা পালক। প্রাথমিক শিক্ষায় দেশের বড় রাজ্যগুলির মধ্যে শীর্ষস্থান দখল করল পশ্চিমবঙ্গ। শুক্রবার কেন্দ্রীয় সরকারের প্রাথমিক শিক্ষা সূচক অর্থাৎ ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি ইনডেক্স প্রকাশিত হয়েছে।
শুক্রবার এই তথ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরয়। সেই তালিকায় শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সবার শেষে জায়গা পেয়েছে বিহার। ছোট রাজ্য গুলির মধ্যে শীর্ষস্থান দখল করেছে কেরল। গোটা দেশের দশ বছরের কম বয়স্ক সমস্ত শিশুদের প্রাথমিক সাক্ষরতার হারের এই মূল্যায়নকে চারটি ভাগে ভাগ করে এই তথ্য ঘোষণা করাহয়েছে। তার মধ্যে রয়েছে, বড় রাজ্য, ছোট রাজ্য, উত্তর-পূর্ব ও কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে শীর্ষে রয়েছে লাক্ষাদ্বীপ এবং উত্তর-পূর্বের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে মিজোরাম। বড় রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের প্রাপ্ত পয়েন্ট ৫৮.৯৫ এবং ছোট রাজ্যগুলির মধ্যে শীর্ষে থাকা কেরলের প্রাপ্ত পয়েন্ট ৬৭.৯৫। ৪১টি সূচক সমন্বিত এই ইনডেক্সকে আবার পাঁচটি মাপকাঠিতে ভাগ করা হয়েছে।
সেগুলো হল, শিক্ষাগত কাঠামো, শিক্ষার অধিকার, সাধারণ স্বাস্থ্য, শেখার ফলাফল এবং পরিচালন। রাজ্যের এই সাফল্যে অভিভাবক, শিক্ষক ও শিক্ষা কর্মীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি বলেছেন, ‘বাংলার জন্য দারুণ খবর! আমাদের রাজ্য ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি ইনডেক্সে বড় রাজ্যগুলির মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে। এই অসামান্য কৃতিত্বের জন্য আমি সকল শিক্ষক, অভিভাবক এবং আমাদের শিক্ষা দফতরের সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন জানাই।’ করোনার কারণে গত দেড় বছর গোটা দেশেই সমস্ত স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। অনলাইনে হয়েছে ক্লাস। এই পরিস্থিতিতে কেন্দ্রের কাছ থেকে রাজ্যের এই স্বীকৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিক্ষক মহল।