বাংলার খবর
রবিবার থেকে হাওয়া বদল, ঝড়বৃষ্টির পূর্বাভাস নিয়ে সতর্কবার্তা মুখ্যসচিবের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ঝড়, বৃষ্টির আগাম প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আগামী ৬ মে নবান্ন সভাঘরে এই বৈঠক ডাকা হয়েছে। চার দফা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে বলেই নবান্ন সূত্রে খবর।
বৃষ্টির আগাম পূর্বাভাস এবং ঝড়ের আগাম সর্তকতামূলক প্রস্তুতি, কীভাবে করা হবে উদ্ধারকার্য এবং ত্রাণ বণ্টন, পুনর্গঠনের কাজ কীভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেই বৈঠক ডেকেছেন মুখ্যসচিব। রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক, বিপর্যয় মোকাবিলা দফতর, এনডিআরএফ, বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক বসে রুটম্যাপ তৈরি করবেন মুখ্যসচিব।
আরও পড়ুন: এক পশলা বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস বাংলার এই জেলায়
অতীতের থেকে শিক্ষা নিয়ে এবার থেকে বৃষ্টি, বন্যা ও ঝড়ের আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সম্প্রতি এক বৈঠকে নির্দেশ দিয়েছিলেন, ঝড়-বৃষ্টি বন্যার আগাম প্রস্তুতি রাজ্যকে নিয়ে রাখতে হবে। তারপরই রাজ্য প্রশাসনের এই জরুরি তৎপরতা বলে নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন: সোমবার থেকেই স্বস্তির বৃষ্টিতে ভিজবে রাজপথ, আবহাওয়া নিয়ে বড় খবর দিল হাওয়া অফিস
এদিকে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার বন্যা পরিস্থিতির আগাম সতর্কতা এ বছর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও জেলার বাসিন্দাদের কাছে দ্রুত পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। জেলা প্রশাসন বন্যা, ভারী বৃষ্টি, নদীতে বিভিন্ন সতর্কতা থাকলে তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত ছড়িয়ে দেবে। জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকরাও আগাম সতর্ক হয়ে পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রস্তুতি নিতে পারবেন। বন্যা পরিস্থিতি মোকাবিলা নিয়ে আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্রকুমার মিনা জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে সম্প্রতি বৈঠক করেন।
আরও পড়ুন: ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৩ টি দোকান
জেলা শাসক জানান, বর্ষার আগে জেলা প্রশাসনের তরফে কন্ট্রোল রুম চালু করা হবে। ভূটান পাহাড়ে ভারী বৃষ্টি হলে ওয়াটার কমিশন সেই রিপোর্ট জেলাশাসকের কাছে পাঠাবেন। এছাড়াও রাজ্য থেকে আবহাওয়া সংক্রান্ত নানা তথ্য জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়। ফলে বর্ষায়ে যে কোনও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগকে সতর্ক করতে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানো হবে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রশাসনের আধিকারিক, কর্মীদের পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছেও যে কোনও সতর্কতা সম্পর্কিত তথ্য দ্রুত শেয়ার করা হবে বলে জানান জেলা শাসক।