বাংলার খবর
HS Result 2022: বেলা ১২’টা থেকে জানা যাবে ফলাফল, পাশের হারে এগিয়ে বাংলার ৭ জেলা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাত্র আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই জানা যাবে এ বছরের (২০২২ সালের) উচ্চ মাধ্যমিকের ফলাফল। শুক্রবার বেলা ১২ টা থেকে জানা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। পরীক্ষার্থীরা মার্কশিট সংগ্রহ করতে পারবে ২০ জুন থেকে। এ বছর পাসের হার ৮৮.৪৪ শতাংশ। বাংলার ৭ জেলায় পাশের হার ৯০ শতাংশ এর বেশি।
করোনা আবহে দু’বছর পর কোভিড বিধি মেনে নিজেদের স্কুলে বসেই পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা। নানা কারণে একাধিকবার পিছিয়ে গিয়েছিল পরীক্ষার সময়সূচি। তার পরেও নির্বিঘ্নেই মিটেছে পরীক্ষা। এ বছর ২ এপ্রিল শুরু হয়েছিল পরীক্ষা এবং মাত্র ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। এ-বছর বাংলা, হিন্দি, ইংরেজি এবং অলিচিকি ভাষায় প্রশ্নপত্র ছাপা হয়েছে। যা নিয়ে খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর অনুরোধে অবশেষে ১০ ঘণ্টা পর হাওড়া থেকে উঠল অবরোধ
উল্লেখ্য, এ বছর ছাত্রদের থেকে প্রায় ৬৫ হাজার বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত চলে এই পরীক্ষা। এবার এই প্রথম নিজেদের স্কুলেই পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। করোনার জন্য গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। তাই অতিমারি পরিস্থিতিতে নিজেদের স্কুল বা হোম সেন্টারে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে সমস্যায় পড়লে তা সমাধানের জন্য একটি হেল্পডেস্ক নম্বরও চালু করেছিল সংসদ।