বাংলার খবর
ধীরে ধীরে উত্থানের পথে বামেরা, তাহেরপুর পুরসভা লাল দুর্গের দখলে

বেঙ্গল নিউজ এক্সপ্রেস: বিজেপি (BJP) নয়, বাংলায় প্রধান বিরোধী দল হিসেবে বামেদের (CPIM) উত্থান ক্রমশ স্পষ্ট। ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর ২০২২ সালের বাংলার পুরভোটে (West Bengal Municipal Election) বামেদের জয়জয়াকার। সবুজ ঝড়ে কার্যত ফিকে গেরুয়া বাহিনী। তবে এখনও নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পেরেছে বাম শিবির।
বুধবার ২ মার্চ ভোটের ফল বেরোতেই সামগ্রিক ভাবে ভালো ফলের ছবিই ধরা পড়েছে বামেদের। পুর যুদ্ধে বাংলার অধিকাংশ জেলাতেই মোটামুটি ভালোই সাফল্য এসেছে বামেদের। পুর নির্বাচনে মোট ১০৮ টি পুরসভার মধ্যে শাসক শিবির তৃণমূল দখল করেছে ১০২ টি পুরসভা। এছাড়াও ১ টি পুরসভা দখল করেছে সিপিএম। এছাড়া দার্জিলিং পুরসভা দখল করে নয়া চমক গড়ল নতুন দল হামরো পার্টি। তাহেরপুর পুরসভা দখল করেছে সিপিএম। শুধু তাই নয়, গতবারও এই পুরসভা ছিল বামেদের দখলেই। এদিকে পূর্ব বর্ধমানের ৬টি পুরসভার মধ্যে ৬টি তৃণমূলের দখলে গিয়েছে।
কোচবিহারেও সবকটি পুরসভায় জয়ী তৃণমূল। উত্তর দিনাজপুরে তিনটি পুরসভাতে জয়ী শাসক দল। ত্রিশঙ্কু এগরা পুরসভা। ১৪ টি ওয়ার্ডের মধ্যে ৭ টিতে জয়ী তৃণমূল কংগ্রেস। ৫টিতে জয়ী বিজেপি (BJP)। কংগ্রেস (Congress) এবং নির্দল জিতেছে ১টিতে। ত্রিশঙ্কু ফলাফল করেছে পুরুলিয়ার ঝালদা পুরসভাও। তবে পুরনির্বাচনে সবুজ সুনামিতে বামেদের এই জয় উচ্ছ্বসিত সিপিএম-এর নেতা-কর্মী সমর্থকরা।
অন্যদিকে, বিধানসভা নির্বাচনের মতোই বাংলার পুরনির্বাচনে শাসক শিবির তৃণমূলের জয়জয়াকারে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন পুরফল ঘোষণা হতেই টুইট বার্তায় সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভার পর আবার একটি ভোটে বিপুল জয়ে সাধারণ মানুষকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।