বাংলার খবর
অধিকারী গড়ে ধরাশায়ী BJP, শুভেন্দুর কাঁথিতে সুবজ সুনামি

বেঙ্গল নিউজ এক্সপ্রেস: আগে থেকেই ছিল চাপা উত্তেজনা। ২০২২ সালের বাংলার পুরযুদ্ধে ভোটের ফল বেরোতেই সেই আশঙ্কায় সত্যি হল। সবুজ সুনামির জেরে কার্যত নিজেদের গড় ধরে রাখতে ব্যর্থ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি (BJP)। তর্জন-গর্জনই হল সার। তৃণমূল বাহিনীর দাপটে নিজের গড়ে পদ্মফুল ফোটাতে ব্যর্থ শুভেন্দু অধিকারী। যদিও এবারের পুরনির্বাচনে কাঁথিতে অধিকারী পরিবারের কোনও সদস্যই ভোটে দাঁড়ায়নি। শুধু কাঁথি পুরসভায় নয়, অর্জুন, দিলীপ, সুকান্ত মজুমদারের গড়েও জয়ী তৃণমূল। ত্রিশঙ্কু ফল করেছে এগরাও।
বাংলার পুরনির্বাচনে নিজের জায়গা ধরে রাখতে চেষ্টার কোনও ত্রুটি রাখেননি রাজ্যের প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। যদিও সোমবার সকালে ভোটের ফল বেরোতেই যাবতীয় জল্পনায় জল ঢেলে উত্তর কাঁথির বিজেপি বিধায়িকা সুমিতা সিনহাকে হারিয়ে ৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী রীনা দাস।
যদিও ভোট শুরু হতেই বেনিয়ম, ছাপ্পা ভোট এবং সন্ত্রাসের অভিযোগ তুলে কাঁথি পুরসভার নির্বাচন বাতিলের দাবি জানিয়েছিল বিজেপি। যদিও তাঁদের সেই দাবি সোমবার শুনানির জন্য গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।
এদিকে শুধুমাত্র বর্তমান বিজেপি বিধায়করা নয়, পুরভোটে তৃণমূলের কাছে হেরেছে BJP-এর প্রাক্তন বিধায়করাও। এর আগেও চার পুরনির্বাচনে তৃণমূলের কাছে কার্যত ধরাশায়ী হয়েছিল গেরুয়া শিবির। অন্যদিকে, কাঁথি পুরসভা নির্বাচনে যথেচ্ছ ছাপ্পাভোট সহ বাইরে থেকে লোক এনে ভোট করানোর অভিযোগ তুলেছিল বিজেপি। ভোট বাতিলের দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে সব রাজনৈতিক সমালোচনা, জল্পনাকে ছাপিয়ে বাংলার পুরযুদ্ধ ২০২২-এ মোট ১০৮টি পুরসভার মধ্যে ১০৩টি পুরসভা ছিনিয়ে নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। এছাড়াও উল্লেখযোগ্য ভাবে একটি পুরসভা গিয়েছে বামেদের দখলে। কোচবিহারেও ৬টি পুরসভার সবকটিতেই জয়ী তৃণমূল।