বাংলার খবর
উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য উপ নির্বাচনের দিন বদলের আর্জি, কমিশনকে চিঠি রাজ্যের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: উচ্চমাধ্যমিকের (Higher Secondary Examination) জন্য উপনির্বাচনের (Byelection) দিন বদলের আর্জি। ১২ এপ্রিল বালিগঞ্জ,আসানসোল কেন্দ্রে ভোট। কিন্তু ওই সময় বিভিন্ন স্কুলে ১১ এবং ১৩ তারিখের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে। যারফলে ভোটকর্মীদের বুথে যাওয়া নিয়ে সমস্যা দেখা দিতে পারে। সেইজন্য ওই তারিখে ভোট বাতিলের আর্জি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিল রাজ্য সরকার।
এদিকে, রবিবার টুইট করে এই দুই কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার দুপুরে মুখ্যমন্ত্রী টুইট করে আসানসোল এবং বালিগঞ্জের প্রার্থীদের নাম ঘোষণা করেন। আসন্ন বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভার উপনির্বাচনে এই দুই কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন বিজেপির প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় এবং আসানসোলের প্রার্থী হচ্ছেন বলি অভিনেতা শত্রুঘ্ন সিন্হা। আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ এবং আসানসোল কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল। এবং ভোট গণনার দিনক্ষণ ঘোষনা করা হয়েছিল ১৬ এপ্রিল।
আরও পড়ুন: বালিগঞ্জে বাবুল, আসানসোলে শত্রুঘ্ন সিন্হা, টুইট করে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা মমতার
যদিও বাবুল সুপ্রিয় এর আগে আসানসোলের প্রার্থীই ছিলেন। তিনি দু’বার বিজেপির ভোটে জিতে সাংসদ হয়েছিলেন। তবে এবার এই কেন্দ্র থেকে শত্রুঘ্ন সিন্হকেই প্রার্থী হিসেবে দাঁড় করানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র থেকে প্রার্থী করা হল বাবুল সুপ্রিয়কে।
আরও পড়ুন: EPF-এ সুদের হার কমানোয় কেন্দ্রকে একযোগে আক্রমণ বাম-কংগ্রেস-তৃণমূলের
অন্যদিকে, গত বছরের ১৮ সেপ্টেম্বর আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদ পদ থেকে ইস্তফা দেন। ফলে আসানসোল লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন করতে হচ্ছে কমিশনকে। এই দুই কেন্দ্রে উপ নির্বাচন নিয়ে রাজ্য সরকার তাদের প্রস্তুতির কথা জানানোর পর শনিবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election Commission)।