বাংলার খবর
পশ্চিমবঙ্গ সরকার দিতে চলেছে পবিত্র রমজান মাসের উপহার! দেখে নিন আপনি পাবেন কিনা?

বেঙ্গল এক্সপ্রেসঃ রেশন নিয়ে নতুন আইন জারি করলেন পশ্চিমবঙ্গ সরকার। ভোটের মরশুমে মানুষের মন জয় করতে রেশন ব্যবস্থার ওপর একটু বেশি যারা নজর দিয়েছে সরকার। সারা ভারতবর্ষে ৮০ কোটিরও বেশি মানুষ বিনামূল্যে না হলে খুব অল্প টাকা দিয়ে রেশন কিনে থাকেন।
কিন্তু এখন রাজ্য সরকার রেশন বিতরণের জন্য সরকারের তরফ থেকে বেশ কয়েক ধরনের নতুন কার্ড বের করেছেন সে কার্ডে ওপর ভিত্তি করে খাদ্যশস্যের পরিমাণ মাপা হবে ও দেওয়া হবে। কোন মাসে কতখানে করে খাদ্যশস্য দেয়া হবে তার পরিমাণ আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে সরকার থেকে। এখন আবার পবিত্র রমজান মাস চলছে, আর এই রমজান মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে রেশনে দিচ্ছেন চিনি ছোলা এবং ময়দা বিনামূল্যে।
আরও পড়ুন-দশ বছর পর ফিরতে না ফিরতে আবার ঝামেলা শুরু মিঠুন চক্রবর্তীর! পুলিশের সাহায্য চাইলেন মিঠুন চক্রবর্তী
তবে সব ধরনের গ্রাহকরা এই সুবিধা পাবেন না শুধুমাত্র অন্ত্যদ্বয় অন্যযোজনা অর্থাৎ (AAY) ও (SPHH) রেশন কার্ড পাওয়া নতুন প্যাকেজ সুবিধা পাবেন গ্রাহকরা। ২০২৩ এর গত মাস মার্চ মাসের ২৪ তারিখে এই প্যাকেজ শুরু হয়েছে যা আগামী এপ্রিল মাস অব্দি চলবে। যাদের কাছে এই কার্ড রয়েছে তারা এক কেজি চিনি পাবেন ৩২ টাকায় এমন কি ৪৯ টাকায় পেয়ে যাবেন এক কেজি ছোলা এবং ৩০ টাকায় পেয়ে যাবেন এক কিলো ময়দা।
অপরদিকে অন্ত্যদ্বয় অন্যযোজনা কার্ড হোল্ডাররা ১৩ টাকা ৫০ পয়সায় চিনি নিতে চাইলে সেটাও নিতে পারবেন কিন্তু সে ক্ষেত্রে রমজান মাসে যে বিশেষ উপহার প্যাকেজ রয়েছে সেই উপহার প্যাকেজ আপনি পাবেন না প্যাকেজের মধ্যে চিনি নিতে হলে আপনাকে ৩২ টাকা দিয়েই কিনতে হবে। না হলে আপনি রমজান মাসের উপহার প্যাকেজ পাবেন না।