রাজনীতি
আজ প্রথম বাজেট পেশ করতে চলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নানা টালবাহনার পর অবশেষে শুক্রবার দুপুর ২টো থেকে শুরু হচ্ছে রাজ্য বাজেট অধিবেশন। এদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট পেশ করবেন রাজ্য অর্থদফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও এর আগে ২০২১ সালে অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় সেই সময় বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী যখন বাজেট পেশ করেছিলেন সেই সময় অর্থ মন্ত্রকের দায়িত্ব তাঁর হাতে ছিলো না। যারফলে এই বার আনুষ্ঠানিক ভাবে অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই শুক্রবার দুপুরে প্রথম বাজেট পেশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থন পেয়ে পুনরায় বাংলার মসনদ দখল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সেই সময় তিনি অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্রকেই (Amit Mitra) দফতর সামলানোর দায়িত্ব দেন। যদিও তিনি এবার নির্বাচনে লড়েননি। তবে তিনি অসুস্থ থাকায় নিজেই অর্থমন্ত্রকের দায়িত্ব ছেঁড়ে দেন। এরপর গত ছয় মাস বাংলার অর্থমন্ত্রক নিজের দায়িত্বেই রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সেই সুবাদে তিনিই বাংলার প্রথম অর্থমন্ত্রী হন। যদিও তাঁর সময়কালে কোনও বাজেট পেশ করা হয়নি। তবে এবার প্রথম অর্থমন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে বাজেট পেশ করতে চলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য।
প্রসঙ্গত, মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। তবে তার আগেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে তা একপ্রকার নিশ্চিত ছিল। খুব বেশি বদল হয়নি। তবে আরও দায়িত্ব বাড়ল ফিরহাদ হাকিমের। পরিবহণ এবং আবাসন দফতরের পাশাপাশি আবারও পুর ও নগরোন্নয়ন দফতর ফিরে পেলেন ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দুই মন্ত্রিসভায় পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব সামলেছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
আরও পড়ুন: চার রাজ্যে গেরুয়া সুনামির পরই আমেদাবাদে রোড শো মোদির
কিন্তু তৃতীয় মন্ত্রিসভায় পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachrya)। চন্দ্রিমা ভট্টাচার্যকে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হল। এর আগে তিনি এই দফতরেরই প্রতিমন্ত্রী ছিলেন। অমিত মিত্র বিধানসভা ভোটে না দাঁড়ানোয় অর্থ দফতর নিজের হাতেই রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমাকে প্রতিমন্ত্রী করেছিলেন। এবার চন্দ্রিমা ভট্টাচার্যকে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করলেন মুখ্যমন্ত্রী।