এখনও কিভে সপরিবারে আটকে রয়েছেন ভারতীয় চিকিৎসক! সোশ্যাল মিডিয়ায় উদ্ধারের জন্য কাতর আবেদন
Connect with us

বাংলার খবর

এখনও কিভে সপরিবারে আটকে রয়েছেন ভারতীয় চিকিৎসক! সোশ্যাল মিডিয়ায় উদ্ধারের জন্য কাতর আবেদন

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবারই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে কিভ-সহ ইউক্রেনে আর কোনও ভারতীয় আটকে নেই। তাঁরা সকলেই ইউক্রেনের পড়শী দেশগুলোতে চলে গিয়েছেন। সেখান থেকেই তাঁদের বিমানে করে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এখনও স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কিভে আটকে রয়েছেন ভারতীয় চিকিৎসক ডাক্তার রাজকুমার সান্ধলানি। তাঁদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করলেন ভারতীয় ওই চিকিৎসক। রাজকুমার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় বলেছেন, তিনি, তাঁর স্ত্রী, পুত্র ও কন্যা এখনও কিভে আটকে রয়েছেন।

তাদের সঙ্গে দূতাবাসের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হয়েছিল। এবং তাদের উদ্ধারের জন্য গাড়ি পাঠাবার আশ্বাস দিয়েছিল দূতাবাস। কিন্তু, তাঁরা ঠিক কোথায় আছেন, তা বুঝতে না পারায় এখনও দূতাবাসের পক্ষ থেকে কোনও গাড়ি উদ্ধারের জন্য তাঁদের কাছে এসে পৌঁছয়নি। স্বভাবতই ওই ভারতীয় চিকিৎসক যথেষ্ট উদ্বেগ আতঙ্কের মধ্যেই রয়েছেন।

তিনি জানিয়েছেন, বাইরে গোলাগুলি চলছে। রুশ সমর্থনকারীরা এলাকায় লুটপাট চালাচ্ছে। তাঁর ছেলের জ্বর। হিটার বন্ধ। সেই অবস্থাতেই প্রতিবেশীদের পরামর্শে বারান্দায় উদ্বেগে মধ্যে দিন কাটছে তাঁদের। তাই এই পরিস্থিতি থেকে তাঁদের দ্রুত উদ্ধারের জন্য সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকারের কাছে কাতর আবেদন জানালেন ওই চিকিৎসক।

Advertisement