বাংলার খবর
নাকাচেকিং-এর সময় ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ STF-এর, গ্রেফতার দম্পতি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ১২ কোটি টাকার মাদক সহ গ্রেফতার দম্পতি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে Malda জেলায়। বৃহস্পতিবার মালদা জেলার মালদা টাউন রেল স্টেশন থেকে প্রায় ১২ কোটি টাকার মাদকদ্রব্য সহ ওই দম্পতিকে গ্রেফতার করে STF।
জানা গিয়েছে, ধৃতদের নাম রিয়া সফিয়ান (২০) এবং গোলাম মোস্তাফা (২৮)। এদিন ধৃতদের কাছ থেকে মাদক উদ্ধার করেন STF শাখার সদস্যরা। আরও জানা গিয়েছে, ধৃতরা একটি মিউজিক সিস্টেমের মধ্যে ওই বিপুল পরিমাণ মাদক নিয়ে যাচ্ছিল। প্রাথমিক তদন্তে অনুমাণ এই মাদক দ্রব্যগুলি মূলত উত্তরপূর্ব ভারত থেকে অন্যত্র পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে। তবে তার আগেই গোয়েন্দাদের হাতে ধরা পড়েন ওই দম্পতি।
তবে এত পরিমাণ হিরোইন কি জন্য আনা হয়েছে এবং সেগুলি কোথায় পাচার করা হবে তা জানতে এবং এই চক্রের পিছনে আর কোনও বড় মাথা রয়েছে কিনা সব জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: জমি নিয়ে বিবাদের জের, ছেলের হাতে চরম পরিণতি বাবার
এদিকে, বুধবার জমি সংক্রান্ত বিবাদের জেরে বাবাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জ থানার বলবলপাড়া এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম হারাধন সাহা(৭৫)। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: ফি বিতর্কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল স্কুল, কপালে চিন্তার ভাঁজ পড়ুয়াদের
ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছেলে সদানন্দ সাহা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে হারাধন সাহা নামের ওই ব্যক্তি তাঁর স্ত্রীর নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলেন। পরিবারের অভিযোগ, সেসময় বাধা দেন তারই মেজো ছেলে সদানন্দ সাহা। শুরু হয় তর্কাতর্কি। এক পর্যায়ে বাবাকে ব্যাপক কিল ঘুষি মারতে শুরু করেন বলে অভিযোগ। তখনই গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে বহরমপুর রেফার করেন। সেখান থেকে কলকাতা নিয়ে আসার পথেই মারা যান তিনি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।