বৃহস্পতিবার বগটুই যাচ্ছেন মুখ্যমন্ত্রী, দোষীদের কড়া শাস্তির আশ্বাস
Connect with us

বাংলার খবর

বৃহস্পতিবার বগটুই যাচ্ছেন মুখ্যমন্ত্রী, দোষীদের কড়া শাস্তির আশ্বাস

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোমবার রাতের পর থেকেই থমথমে বীরভূমের রামপুরহাটের বকটুই গ্রাম। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ খুনের পর থেকেই গ্রামে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয়েছে শিশু মোট আটজনের। মর্মান্তিক এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী Mamata Banerjee। বুধবার নেতাজি ইন্ডোরে বিধবা ভাতা প্রদানের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রামপুরহাটের ঘটনায় বিরোধিদের একহাট নেন মুখ্যমন্ত্রী।

এদিন নেতাজি ইন্ডোর থেকে বৃহস্পতিবারই রামপুরহাটের ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তিনি আরও বলেন, ”ভেবেছিলাম আজ যাব। কিন্তু কিছু দল আজ ল্যাংচা খেতে খেতে বীরভূম যাচ্ছে। কারও সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝামেলা করতে চাই না। তাই আজ গেলাম না। কাল বীরভূম যাবো। আমরা সবাইকে সব জায়গায় যেতে দিই। অ্যাকশন নিতে আমরা কালার দেখি না। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। রামপুরহাটের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

তিনি বলেন, ”উত্তরপ্রদেশে এর চেয়ে ঢের বেশি ঘটনা ঘটে। আমি CPM-BJP এর মতোন চক্রান্ত পার্টি করি না। আমি একটিই পার্টি করি সেটা হল মা-মাটি মানুষের পার্টি। আমরা সবসময় মানুষের উন্নয়নের কথা ভাবি। মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি।” এছাড়াও তিনি নীল-সাদা স্কুল ড্রেস বিতর্ক নিয়েও মুখ খুলেছে। স্কুল ড্রেসের মামলা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ”দিল্লি বা অন্য রাজ্য হলে পার্টি তো নিজেদের ছবিই লাগিয়ে দিতো। আমরা তো বিশ্ববাংলা লোগো লাগাচ্ছি। এটা তো কোনও ডোলেড় লোগো নয়। এটা হল রাজ্যের লোগো। আমরা যে বাংলার অধিবাসী তা সকলকে জানানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই নিয়ে রাজনীতির রঙ চরাচ্ছে বিরোধিরা।” 

Advertisement

আরও পড়ুন: রামপুরহাট হত্যালীলায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হাইকোর্টে

এদিকে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ খুনের পর থেকেই গ্রামে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয়েছে শিশু মোট আটজনের। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হল হাইকোর্টে। এই ঘটনাটিকে বর্বোরচিত আখ্যা দিয়ে হত্যালীলার সঙ্গে যুক্ত প্রকৃত দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন: থমথমে বকটুই, অজানা আতঙ্কে গ্রাম ছাড়ছেন স্থানীয় বাসিন্দারা

Advertisement

শুধু তাই নয়, রামপুরহাটের মামলা নিয়ে বুধবার দুপুর ২টোর সময় হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। এদিকে রামপুরহাট হত্যালীলা মামলায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২০ জনকে। ধৃতদের মধ্যে একজন নিহত উপপ্রধানের দাদা। এছাড়াও বাকি সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের এদিন রামপুরহাট মহাকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।